চমকে দেওয়ার মত অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়ার বিরুদ্ধে। ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সতীর্থ দীপক হুদার সাথে অশালীন ভাষা ব্যবহার করেছেন ও হুমকিধামকি দিয়েছেন- এমন অভিযোগ পান্ডিয়া ভাইদের ছোটজনের বিরুদ্ধে।
টুর্নামেন্টে বারোদা দলের অধিনায়ক ক্রুনাল। আগে এই দলের অধিনায়ক ছিলেন দীপক। এবার তিনি সহ-অধিনায়কের ভূমিকায়। মুশতাক আলী ট্রফির জন্য পুরো দল এখন বায়োবাবলে। কিন্তু দীপক দল ছেড়ে চলে গেছেন। একগাদা অভিযোগ এনেছেন পান্ডিয়ার নামে।
দীপক বলেন, ‘১১ বছর বরোদার হয়ে খেলছি। এই মুহূর্তে সৈয়দ মুশতাক আলী ট্রফির দলে রয়েছি। আমি প্রচণ্ড হতাশ এবং চাপের মধ্যে রয়েছি।’
দীপকের অভিযোগ, ‘আমার দলের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া শেষ দুইদিন ধরে দলের বিভিন্ন ক্রিকেটার এবং অন্য রাজ্যের ক্রিকেটারদের সামনে আমার উদ্দেশে অশ্লীল ভাষা ব্যবহার করে।
আমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমি কী করে দলের হয়ে খেলি সে দেখে নেবে বলে হুমকিও দেয়। আমার ক্রিকেট জীবনে এমন পরিস্থিতিতে কখনও পড়িনি’।
পান্ডিয়ার পর্যায়ের খ্যাতিমান না হলেও দীপকের খ্যাতিও কম নয়। অনেক বছর ধরে খেলছেন আইপিএলেও। এমন পরিস্থিতিতে কখনই পড়েননি। নিরুপায় হয়েই ছেড়ে গেছেন দল।
তিনি বলেন, ‘অনেক আন্তর্জাতিক ক্রিকেটার, অধিনায়কের সঙ্গে খেলেছি। কখনও এমন ব্যবহার পাইনি। এই পরিস্থিতিতে আমার পক্ষে নিজের সেরাটা দেওয়া সম্ভব নয়। আমার অনুশীলনেও ব্যাঘাত ঘটিয়েছে।’
টিম ম্যানেজমেন্ট অবশ্য দীপকের অভিযোগ আমলে নিয়েছে। দলের ম্যানেজারের কাছ থেকে এ বিষয়ে প্রতিবেদন চেয়েছে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন।