হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর থেকে এক সপ্তাহের জন্য ছিটকে গেলেন দিল্লি ক্যাপিটেলসের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। গেল ৯ অক্টোবর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের সময় ইনজুরিতে পড়েছিলেন তিনি।
রাজস্থানের বিপক্ষে ম্যাচে ভারুণ অরুণের ক্যাচ ধরার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। যেই চোটের কারণে এক সপ্তাহের জন্য বিশ্রামে থাকা লাগবে তাঁকে।
রবিবার (১১ অক্টোবর) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে এমনটাই জানান দিল্লির অধিনায়ক শ্রেয়াশ আইয়ার।
আইয়ার জানান, ‘আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ওর (পান্ত) এক সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে।’
এদিকে পান্তের ছিটকে যাওয়ায় স্বভাবতই কিছুটা বিপাকে পড়েছে দিল্লি। তাই আইপিএলের মধ্য মৌসুমের দলবদলে তিন উইকেটরক্ষক ব্যাটসম্যানের দিকে চোখ রয়েছে দলটির।
দলটিতে দুইজন বিদেশী উইকেটরক্ষক ব্যাটসম্যান থাকার পরও দেশীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানের সন্ধানে রয়েছে দলটি। এরা হলেন পার্থিভ প্যাটেল, ঋদ্ধিমান সাহা, শ্রিভাট গোস্বামি।
ইতোমধ্যে তিন বিদেশী খেলোয়াড় মার্কাস স্টয়নিস, কাগিসো রাবাদা এবং এনরিচ নর্টজে তাদের স্থায়ীভাবে দলে নিজেদের জায়গা করে নিয়েছেন। আইপিএলের নিয়ম অনুযায়ী দলের চতুর্থ বিদেশী খেলোয়াড় হিসেবে তাই শিমরন হেটম্যায়ার এবং অ্যালেক্স ক্যারের ভেতর যে কোনো একজন খেলবেন দলে।