পার্নো মিত্রের সঙ্গে হাত মেলালেন দেব

রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও মানবতার খাতিরে বিজেপির সাংসদ পার্নো মিত্রের সঙ্গে হাত মেলালেন তৃণমূলের সাংসদ দেব। অসহায় এক বৃদ্ধার পাশে দাঁড়ালেন দুই তারকা। নারী দিবসে এক অসহায় বৃদ্ধার ছবি পোস্ট করেন পার্নো। ছবির মাধ্যমে জানা যায়, অবিলম্বে মহিলার হৃৎপিণ্ডের অস্ত্রোপচার প্রয়োজন। তিনটি স্টেন্ট বসাতে হবে। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “দয়া করে যা পারবেন তা দিয়ে এই অসহায় মহিলাকে সাহায্য করুন। স্টেন্টের দাম ২৫ হাজার টাকা আর ওষুধপত্র যা লাগবে।”

অল্প সময়েই পার্নোর এই টুইটে সাড়া দেন তৃণমূল সাংসদ দেব। প্রথমেই পার্নোর ভুল ধরিয়ে দেন তিনি। নিজের পোস্টে ফোন নম্বর ভুল দিয়েছিলেন পার্নো। ১০টি নম্বরের বদলে ৯টি নম্বর দিয়েছিলেন তিনি।

প্রায় সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করে পালটা টুইট করেন পার্নো। সঠিক নম্বর দেন তিনি। তারপরই করজোড়ের ইমোজি দিয়ে লেখেন, “অসংখ্য ধন্যবাদ। এমন পরিস্থিতি সবসময় তোমাকে এক ফোনেই পাশে পাওয়া যায়।”

ইতিমধ্যেই অনিশা বলে একজন আবার দেবকে উদ্দেশ্য করে জানান, ছবিতে সঠিক নম্বর দেওয়া রয়েছে। তা রি-টুইট করে দেব জানান, “আমার টিম যোগাযোগ করেছে… যতটুকু সাধ্য চেষ্টা করব।”

উল্লেখ্য, ঘাটালের তৃণমূল সাংসদ দেব। আর বিজেপির সদস্য পার্নো। রাজনীতির ময়দানে দুই দলই প্রতিপক্ষ।মানবিকতার খাতিরেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেব। এই প্রথম নয়, করোনাকালেও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন দেব। বিদেশে আটকে পড়া বহু বাঙালিকে কলকাতায় ফিরিয়ে এনেছিলেন। ঘাটালের মানুষের জন্য যথাযথ চিকিৎসা এবং হাসপাতালের বাইরে রোগীর আত্মীয়দের খাবারের ব্যবস্থাও করেছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.