এই জন্যই তিনি বিন্দাস বেবো ! বিতর্ক-গুঞ্জন তাঁর কাছে একেবারে তুচ্ছ ৷ কে কি বলল, কে কি ভাবল, তা পাত্তাই দেন না সইফের বেগম করিনা ৷ আর তাই তো দ্বিতীয় বাচ্চার খবর জানালেন ডঙ্কা বাজিয়ে ৷







তৈমুরকে নিয়ে পোয়াতি হয়েই টুকটাক ছবি তুলেই যাচ্ছেন তিনি ৷ এমনকী, পোয়াতি হয়েই একের পর এক শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ছেন করিনা কাপুর খান !
গপ্পোটা হল, দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা ৷ পরের বছর মার্চ মাসেই দ্বিতীয় সন্তান জন্ম দেবেন তিনি৷ তৈমুরের পর নতুন সন্তান নিয়ে বেশ উৎসাহী করিনা ও সইফ দু’জনেই, তাই তো রোজই নতুন নতুন প্ল্যানের কথা খবরে আসছে ৷







এই যেমন জানতে পারা গিয়েছে, তৈমুরের পর এই নতুন সন্তানের নাম নিয়ে করিনা ও সইফ একেবারে বিতর্ক এড়িয়ে চলছে ৷
তাঁরা জানিয়েছেন, আগে থেকে কোনও প্ল্যানিং নেই তাঁদের ৷ তবে এমন রাখবেন তাঁরা, যাতে বিতর্ক না ওঠে ৷ এরই মাঝে করিনা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করলেন নতুন এক ছবি ৷







যেখানে করিনাকে দেখা গেল একেবারে বিন্দাস মেজাজে ৷ গোলাপি অন্তর্বাস পরে একেবারে খুল্লামখুল্লা বেবি বাম্প দেখালেন করিনা ৷ করিনা জানিয়েছেন, এটি তাঁর বিজ্ঞাপনের শ্যুটিংয়ের ছবি ৷ সঙ্গে করিনা লিখলেন, একা নই, দুইজনেই শ্যুটিংয়ে ব্যস্ত !






