পুজার আগে এলো সুখবর, আরোও সস্তা হল স্বর্ণ

সোমবার রাতে সোনা ও রুপোর দাম অনেকটাই পড়ে গিয়েছে ৷ মা’র্কিন ডলারের মূল্য বৃ’দ্ধি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ৩ শতাংশের বেশি কমে গিয়েছে ৷

গত এক মাসে এটাই সোনার সবচেয়ে কম দাম ৷ সোনার দাম প্রতি আউন্সে প্রায় ১৯০০ ডলারের নিচে চলে গিয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে ভারতের বাজারেও সোনার দাম অনেকটাই পড়ে যেতে পারে ৷

চিনের পর ভারত সবচেয়ে বেশি কিনে থাকে ৷ ভারতে সোনার উপর ১২.৫ শতাংশ আম’দানি শুল্ক ও ৩ শতাংশ জিএসটি দিতে হয় ৷ ভারতে এবছর সোনার দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে ৷ দেশে সোনার আম’দানি অগাস্ট মাসে বেড়ে ৩.৭ আরব ডলার হয়ে গিয়েছে যা গত বছর এই মাসে ১.৩৬ আরব ডলার ছিল ৷

সোমবার ডলার ইনডেক্স মজবুত হওয়ায় সোনা ও রুপোর দাম কমেছে ৷ গ্লোবাল ব্যাঙ্কিংয়ের চিন্তা ও ইউরোপিয় দেশগু’লিতে লকডাউনের দ্বিতীয় পর্যায়ের সম্ভাবনার ভ’য়ে সোমবার বিশ্বজুড়ে শেয়ার বাজারে ভারী পতন দেখা গিয়েছে ৷

দিল্লির সরাফা বাজারে সোনার দাম ৩২৬ টাকা কমে ৫২৪২৩ টাকা প্রতি ১০ গ্রাম হয়েছে ৷ এর আগে শুক্রবার সোনার দাম ২২৪ টাকা বেড়ে ৫২৬৭২ টাকা হয়েছিল ১০ গ্রামে ৷

অন্যদিকে, সোনার পাশাপাশি রুপোর দাম ৯৪৫ টাকা কমে ৬৮২৮৯ টাকা প্রতি কিলোগ্রাম হয়ে গিয়েছে ৷

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.