পেটিএম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

গুগুল প্লে স্টোর থেকে আচমকা সরিয়ে দেওয়া হল জনপ্রিয় অনলাইন পেমেন্ট অ্যাপ পেটিএম।

শুক্রবার রহস্যজনকভাবে উধাও হয়ে যায় এই অ্যাপ। দেশের বহু মানুষ এই অ্যাপের সাহায্যে টাকা লেনদেন করেন। ফলে এভাবে অ্যাপ উধাও হয়ে যাওয়ায়, চিন্তার ভাঁজ পড়ে গ্রাহকদের কপালে। যদিও মোবাইলে যাঁরা ইতিমধ্যেই ডাউনলোড করেছেন, তাঁরা সেটি ব্যবহার করতে পারছেন।

One97 Communications Ltd-এর তৈরি এই অ্যাপ গুগল স্টোরে দেখা না গেলেও ওই সংস্থার অন্যান্য অ্যাপ যেমন Paytm For Business, Paytm Money, Paytm Mall এখনও প্লেস্টোরে পাওয়া যাচ্ছে। এছাড়া অ্যাপল স্টোরে পেটিএম ডাউনলোড করতে কোনও অসুবিধা হচ্ছে না।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিয়ম ভঙ্গ করায় এই অ্যাপ কে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল।

এদিন গুগলের তরফে ভাইস প্রেসিডেন্ট সুজান ফ্রে নতুন গাইডলাইন দিয়ে একটি ব্লগ পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ব্যবহারকারীদের যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্যই এই নতুন পলিসিগুলি।

যখন এই পলিসি কেউ ভায়োলেট করবে, তখন ডেভেলপারকে নোটিফাই করা হবে ও গুগল প্লে স্টোর থেকে সেটি সরিয়ে দেওয়া হবে। গাইডলাইন মেনে ডেভেলপ না করা পর্যন্ত তা সরানো থাকবে। আর যদি বারবার কেউ গাইডলাইন ভঙ্গ করে, সেক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এই পোস্টের কিছুক্ষণ পরই পেটিএম স্টোর থেকে উধাও হয়ে যায়। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ডেভেলপারদের নজরে আনা হয়েছে বিষয়টি। সব ঠিক করা হলে, তবেই অ্যাপ ফেরানো হবে প্লে স্টোরে।

এই ঘটনা নজরে আসার কিছুক্ষণ পর পেটিএমের তরফ থেকে ব্যবহারকারীদের জানানো হয়েছে যে, নতুন কিছু ডেভেলপমেন্টের জন্য প্লেস্টোরে আপাতত পেটিএম পাওয়া যাচ্ছে না। শীঘ্রই তা ফেরানো হবে। এতে টাকা পয়সা নিয়ে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে এই সংস্থা। সেইসঙ্গে এও জানিয়েছে যে যাদের কাছে অ্যাপ আছে, তারা নিশ্চিন্তে পেমেন্টের জন্য অ্যাপটি ব্যবহার করতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.