1920 ভূতের সিনেমা যারা দেখেছেন তাঁরা আদাহ শর্মাকে (Adah Sharma) হাড়ে হাড়ে চেনেন। অমন জোড়া আত্মার ভূতকে দেখলে আপনি আজও ভয় পাবেন।







এই ভূত যে শুধু ভয়ংকর তা নয়, ‘সে;ক্সিও বটে। ২০০৮ এ হিন্দি সিনেমা দিয়ে যাত্রা শুরু করলেও বি টাউনে তাঁকে তেমন দেখা যায় না।
দিন দিন তেলেগু সিনেমার জনপ্রিয় মুখ হয়ে উঠছেন এই আদাহ। অবশ্য ২০১৭ র ‘কমান্ডো ২’ ও ‘কমান্ডো ৩’ দুটো পার্টেই তাঁকে দেখা গিয়েছে।







বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছেন এই অভিনেত্রী। তাঁর ফটোশ্যুট এখন চর্চার বিষয়বস্তু হয়ে উঠছে।
কিছুদিন আগেও আদাহ র একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়, যেখানে আদাহ একটি হালকা পিঙ্ক শাড়ি ও একটি ছাই রঙের স্লিভলেস ব্লাউসে রয়েছেন এবং তিনি সেই শাড়ি পরেই করলেন কার্টহুইল।







সুমুদ্রের ধারে খুব সহজে কা;র্টহুইল করতে দেখা যায় এই অভিনেত্রীকে। আদাহর এই ভিডিও ভাইরাল হয় এবং অনুরাগীরা মুগ্ধ হয়ে যায় তাঁর শরীরের ফ্লেক্সিবিলিটি দেখে। এই ভিডিওর ক্যাপশনে আদাহ হ্যাশট্যাগে লিখেছেন, মনডে মোটিভেশন।
এমনিতেই বহু সাহসী ছবিতে মাঝেমধ্যেই দেখা যায় আদাহ শর্মাকে। তেমনি এক ছবিতে দেখা গিয়েছে মেরুন রঙের একটি গাউনে। গাউনটি এমন ভাবে পরেছে তাতে স্পষ্ট রয়েছে ডিপ ক্লিভেজ।
দেখেই মনে হচ্ছে এই বুঝি খুলে পরে গেলো গাউনটি। এমন বোল্ড আবতারে তাকে দেখে নেটিজেনরা আদাহ শর্মার নেশায় পরে গিয়েছে। হাজার লাইকের সাথে রয়েছে হাজার হাজার কমেন্ট।






