প্রকাশ্যে নুসরাত-যশের ড্যাটিং, নুসরাতের বোনের সাথে আলিঙ্গনে নিখিল

নিখিল জৈনের সঙ্গে নুসরত জাহানের তিক্ততা ক্রমশ বাড়ছে বই কমছে না। যশ দাশগুপ্তের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতেই নিখিলের সঙ্গে নুসরতের দূরত্ব বৃদ্ধি পেয়েছে।

তাঁদের নিয়ে এখন টলিপাড়া সরগরম। নিত্যদিন তাঁদের সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে বসে নেটিজেনরা। কখন যদি কোনও বিশেষ আপডেট পাওয়া যায় এই আশায়।

চোখ রাখতেই পাওয়া যাচ্ছে নানা ইঙ্গিতও। নিখিলের নুসরতকে পরোক্ষভাবে তোপ দেগে পোস্ট করা। অন্যদিকে নুসরতের প্রোফাইল থেকে কমে যাওয়া নিখিলের ছবি।

সব মিলিয়ে পরকীয়া, বিবাহে ভাঙনের শুরু এই নানা গুঞ্জনই শোনা যাচ্ছে টলিমহলে। তবে এসবের তোয়াক্কা করছেন না তিনজনের মধ্যে কেউই।

নিজেদের মত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন তাঁরা। যশের সঙ্গে নুসরত ঘোরাঘুরি, ঘনিষ্ঠতা নজরে আসছে ভক্তদের। সেই নিয়েও নানা গুঞ্জনই শুরু হয়েছে বিনোদনের জগতে।

তবে নুসরত, নিখিল, যশ সকলেই এই বিষয় মুখে কুলূপ এঁটেছেন। সম্প্রতি নুসরত যশের সঙ্গে ‘ডেট’-এ ব্যস্ত। অন্যদিকে অন্য এক মহিলার সঙ্গে ব্যস্ত নিখিল।

সেই মহিলা আর কেউ নন, নুসরতের নিজের বোন নুজহত জাহান (Nuzhat Jahan)। তাঁর সঙ্গে ছবি পোস্ট করেছেন নিখিল। ছবিটি সম্ভবত গুড়গাঁওতে তোলা।

কমেন্ট সেকশন পরে তেমনটাই অন্তত অনুমান করা যাচ্ছে। রাস্তার উপর একটি পার্কিং লটে ছবিটি তুলেছেন তাঁরা। শীতের রাতে দু’জনেই হুডিতে।

আলিঙ্গন করে দাঁড়িয়ে শালি ও জামাই বাবু। ছবিটি পোস্ট করে নিখিল শুভেচ্ছা জানিয়েছেন নুজহতকে। তবে কীসের জন্য এই শুভেচ্ছাবার্তা তা জানা যায়নি।

এই ছবি থেকে এই বিষয়টি পরিষ্কার যে তাঁদের মধ্যে সম্পর্ক ঠিকই রয়েছে। তিক্ততা কেবল এসেছে নুসরত ও নিখিলের সম্পর্কে।

তবে কি নিখিল ও নুসরতের সম্পর্কে কি ইতিবাচক দিক এখনও অনুমান করা যেতে পারে। ফের তাঁরা কি পুরনো বৈবাহিক সম্পর্কে ফিরে যেতে পারবেন। এই আশায় বসে নুসরতও নিখিলের অনুরাগীরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.