প্রিয়াঙ্কাকে নিয়ে মিয়া খলিফার ‘বি’স্ফোরক’ মন্তব্য

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে একহাত নিলেন সাবেক মার্কিন প”র্ন তারকা মিয়া খলিফা। ভারতে চলমান কৃষক আন্দোলনকে কেন্দ্র করে তিনি ‘বিস্ফোরক’ মন্তব্য করেছেন।

ভারতের কৃষক আন্দোলনের ঢেউ সীমানা ছাড়িয়ে আছড়ে পড়ছে দেশের বাইরেও। অথচ রিহানার টুইটের পর কৃষক আন্দোলনের পক্ষে প্রিয়াঙ্কা তেমনভাবে সোচ্চার না হওয়ায় হতাশ মিয়া।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, বৈরুত বিস্ফোরণের পর শাকিরার নীরবতার সঙ্গে প্রিয়াঙ্কার তুলনা করে মিয়া খলিফা টুইটারে লিখেছেন, ‘মিসেস জোনাসও কি কোনো সূত্রের সঙ্গে সুর মেলাতে চাইছেন? আমার শুধু কৌতূহল জাগল। এটা আমাকে বৈরুত বি’স্ফোরণের সময় শাকিরার নীরবতার কথা মনে করিয়ে দিচ্ছে।’

বলে রাখা দরকার, গত বছর প্রিয়াঙ্কা চোপড়া কৃষকদের পক্ষে সোচ্চার হয়ে মত প্রকাশ করেছিলেন। আর এ জন্য তাকে কঙ্গনা রনৌতের রোষানলে পড়তে হয়েছিল।

নিজের দেশ লেবাননে ঢোকার অধিকার নেই মিয়ার। তবে মাসখানেক আগে লেবানন বিস্ফোরণের সময় দেশবাসীর পাশে দাঁড়াতে নিজের সাধের চশমা নিলামে তুলে সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি।

মাত্র তিন মাস প”র্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন মিয়া খালিফা। ২০১৪ সালে মাত্র ২১ বছর বয়সে পর্ন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন তিনি। এসময় ১১টি অ্যাডাল্ট ছবিতে অভিনয় করে সাড়া ফেলেছিলেন মিয়া। আপতত ক্রীড়াউপস্থাপক হিসাবে চুটিয়ে কাজ করছেন মিয়া।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.