প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। অন্যদিকে জ্যাকুলিন ফার্নান্দেজ কম জনপ্রিয় নন। ধরুন, আপনি প্রিয়াঙ্কা চোপড়ার বাসায় বেড়াতে গিয়েছেন। কলিংবেল টিপলেন। তখন এসে দরজা খুলে আপনাকে হ্যালো বললেন জ্যাকুলিন ফার্নান্দেজ! তাহলে কেমন হবে?
হ্যা, ঘটনা এমনই। পাল্টে গেছে প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ির নেমপ্লেট। কারণ সে বাড়ির মালিক এখন জ্যাকুলিন ফার্নান্দেজ। ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় প্রিয়াঙ্কার সাবেক বাড়ি কিনে নিয়েছেন শ্রীলঙ্কান এই অভিনেত্রী।
জানা গেছে, ২০১৮ সালে প্রিয়াঙ্কা ও নিক জোনাসের বিয়ে হওয়ার পর এই বাসাতেই থাকতেন তারা। জুহুর সমুদ্রের কাছে কর্মযোগ বিল্ডিংয়েই এখন জ্যাকুলিনের নতুন ঠিকানা। কয়েক বছর ধরেই বান্দ্রার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন জ্যাকুলিন।
জ্যাকুলিন সাত কোটি রুপি দিয়ে কিনেছেন বাড়িটি। ইতিমধ্যে বাসায়ও থাকার শুরু করেছেন তিনি। তার নতুন অভিজাত এই ফ্ল্যাটে পাঁচটি বেড রুম, একটি বিশাল হলঘর এবং একটি সুন্দর বারান্দা আছে। এই ফ্ল্যাট থেকে আরব সাগরের সৌন্দর্যও উপভোগ করা যায়।
জ্যাকুলিন ফার্নান্দেজকে শেষ পর্দায় দেখা গেছে শিরীষ কুন্দরের ‘মিসেস সিরিয়াল কিলিয়ার’ ছবিতে। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। জ্যাকুলিনকে ‘ভূত পুলিশ’, ‘সার্কাস’, ‘কিক টু’ ছবিতে দেখা যাবে।