একজন গায়ক তো একজন ছোট পর্দার অভিনেত্রী। সহ অভিনেতার সঙ্গে অনেকেরই অফস্ক্রিন রোম্যান্স গড়ে ওঠে কিন্ত গায়কদের সঙ্গে একটু কমই হয়। এদিকে নতুন প্রেমের গন্ধ ভেসে আসছে টলি পাড়া থেকে।







‘কি করে বলবো তোমায়’ বাংলা ধারাবাহিকের নায়িকা রাধিকার সঙ্গে গায়ক শোভনকে মাঝ মধ্যেই দেখা যাচ্ছে ইতি উতি। নিজেরাও তাঁদের ইন্সটাগ্রামের ছবিতে একে অপরের ছবি পোস্ট করেছেন এমনকি গানের দুই কলিও লিখে দিয়েছেন।
এবারে ইন্সটাগ্রামেই নিজেদের ডুয়েট ছবি পোস্ট করেন শোভন গাঙ্গুলী। তবে কি বছরশেষ ভালবাসার খবর দিতে চলেছেন গায়ক ও অভিনেত্রী?







উত্তরটা দুজনের তরফ থেকে এমনই আসে যেখানে তাঁরা দাবী করেন যে এটা কোন প্রেম নয়, তবে তাঁরা দু’জনেই খুব ভাল বন্ধু।
একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই দুজন বলেছেন যে তাঁরা স্বচ্ছন্দ বলেই ছবি শেয়ার করেছেন। নইলে এ ভাবেও হয়তো মুখোমুখি আড্ডায় বসা হত না। অবশ্য আড্ডায় ছিল শুধু ব্ল্যাক কফি আর গ্রিন টি।







সব শেষে এটা জানান যায় যে, ২০২১ এই শোভন এর দুটি গান মুক্তি পাচ্ছে। আগামী বছর ২২ জানুয়ারি মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মসের ‘তুমি আসবে বলে’।
বনি-কৌশানি কেও দেখা যাবে দীর্ঘ বিরতির পর একসঙ্গে বড় পর্দায়। পারিবারিক প্রেমের ছবি ‘তুমি আসবে বলে’। এই সিনেমার টাইটেল ট্র্যাক গেয়েছেন শোভন।







এছাড়াও, দেব অভিনীত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি ‘গোলন্দাজ’ সিনেমাতেও শোভনের গান শুনতে পাবেন দর্শকরা। ঠিক এতো সম্ভবনার মাঝেও বসন্ত এসে দরজায় কড়া নাড়িয়ে হয় ব্ল্যাক কফি কিংবা গ্রিন টি পরিবেশন করে যাচ্ছে।






