বলিউডের আলোচিত অভিনয়শিল্পী সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। ‘কিক’ সিনেমায় অভিনয় করতে গিয়ে সালমানের বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন এই অভিনেত্রী।







পরবর্তীতে তাকে ফ্ল্যাট উপহার দিয়ে আলোচনার জন্ম দেন সালমান। যদিও জ্যাকুলিনকে ফ্ল্যাট উপহার দেওয়ার কথা অস্বীকার করেন তিনি।
এদিকে সালমান ও জ্যাকুলিনের ঘনি;ষ্ঠ মু;হূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায়—রিয়েলিটি শোয়ের মঞ্চে জ্যাকুলিনকে জড়িয়ে ধরে তার গলায় চু;ম্বন করছেন সালমান খান। ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল।







সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি ভালোভাবে গ্রহণ করেননি নে;টিজেনরা। কুরুচিকর মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। যদিও এ বিষয়ে সালমান কিংবা জ্যাকুলিনকে মুখ খুলতে দেখা যায়নি।
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।







বলিউডের অনেক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে। এ তালিকায় রয়েছেন— সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, স্নেহা উল্লাল, ক্যাটরিনা কাইফ, লুলিয়া ভান্তুর প্রমুখ।
সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দাবাং থ্রি’। বর্তমানে তার হাতে রয়েছে ‘রাধে’ ও ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ।







অন্যদিকে জ্যাকুলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিসেস সিরিয়াল কিলার’। বর্তমানে তার হাতে রয়েছে ‘অ্যাটাক’, ‘ভূত পুলিশ’, ‘সার্কাস’ ও ‘বচ্চন পান্ডে’ সিনেমার কাজ।






