বলিউডের বড় বড় নায়িকারদের টপকে শীর্ষে এই অভিনেত্রী, স্বল্প পোশাকে ভাইরাল অবন্তি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর অবনীত কৌর ৷ বয়স মাত্র ১৯ বছর ৷ কিন্তু বেশ কিছু বিষয়ে তিনি অভিনেত্রী মৌনি রায় ও হিনা খানকে টক্কর দিতে পারেন ৷ তাঁর বেশ কিছু ছবি সোস্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল হয়।

অবনীতের সৌন্দর্য ও গ্ল্যামারের সঙ্গে সঙ্গে ফ্যান ফলোয়িং এতখানি যে রীতিমত টক্কর দিতে পারেন মৌনি রায় ও হিনা খানের সঙ্গে ৷

মৌনি রায়ের ইনস্টাগ্রামের মোট ফলোয়ার ১৫.৬ মিলিয়ান সেখানে হিনা খানের ফলোয়ার সংখ্যা ১০.৯ মিলিয়ান ৷ অবনীত কৌরকে ইনস্টাগ্রামে ফলো করেন ১৬.১ মিলিয়ান মানুষ ৷

অবনীত ইনস্টাগ্রামে অত্যন্ত সক্রিয় ৷ এক বিপুল সংখ্যক ফলোয়ারের মধ্যেই নিত্য নতুন পোস্ট এক আলাদা রিচ তৈরি করে ৷

প্রচুর সংখ্যাক ফলোয়ার থাকার জন্য অবনীতের বেশিরভাগ ছবিই সুপার ভাইরাল হয়ে থাকে ৷ মানুষ বেশ পছন্দও করেন ৷

অবনীতের প্রায় প্রতিটি ছবিতেই লক্ষাধি লাইক থাকে একই সঙ্গে বয়ে যায় প্রশংসার বন্যাও ৷

অবনীতের সৌন্দর্যতে ফিদা যুবসম্প্রদায় ৷ টিভি ছাড়াও অবনীত কৌর সিঙ্গস, মর্দানি সে পহেলে ও ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.