অবশেষে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর ঘটনা থেকে বেরিয়ে আসা মা’দ’ক সংক্রান্ত বিষয়ে গ্রেফতার হলেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী।







মা’দক সংশ্লিষ্টতার অভিযোগে মা’দক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) সুশান্তের এই প্রেমিকাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগে মা’দ’ক মামলায় গ্রেফতার হন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী। ইতিমধ্যে রিয়া ও সৌভিককে জিজ্ঞাসাবাদ করছে মা’দক নিয়ন্ত্রণ ব্যুরো।







বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জিজ্ঞাসাবাদে রিয়া ও সৌভিক বলিউডের বহু অভিনেতা, পরিচালক ও প্রযোজক মা’দ’ক চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন।
এনসিবির কাছে প্রায় ২৫ জন বলিউড তারকার নামও প্রকাশ করেছেন রিয়া। বলিউডের এসব তারকার বেশকিছু পার্টিতে মা’দ’কের যোগান রাখা হয়। রিয়া বাড়িতে গাঁ’জার যোগান রাখতেন। সেই গাঁজা দীপেশ সাওয়ান্তকে দিয়ে আনাতেন যা সুশান্তকে সরবরাহ করা হতো।







রিয়ার ওই স্বীকারোক্তির ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে এনসিবি। ওই তালিকায় পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের নাম রয়েছে । স’রকার বিরোধী দলেরও নেতা রয়েছেন তালিকায়।
আগামী কয়েকদিনের মধ্যে এসব ব্যক্তিত্বকে ডেকে এনে জেরা করা হতে পারে। এছাড়া বলিউডের যেসব পার্টিতে মা’দ’কের চালান হতো সেখানে রিয়ার কি ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখছে এনসিবি।







রিয়ার এমন স্বীকারোক্তির বিষয়ে তার আইনজীবী সতীশ মানসিন্দে বলেন, সুশান্তের জীবনে রিয়া আসার অনেক আগে থেকেই তিনি মা’দ’ক নিতেন।
রিয়া এমনকি এও জানতেন যে ২০১৬- ২০১৭ সালে কেদারনাথ এর শুটিং চলাকালীন তিনি নিয়মিত গাঁ’জা খেতেন। রিয়া তার জীবনে আসার পর তিনি মা’দ’কা’স’ক্ত হয়েছিলেন এমন নয়। চিকিৎসকের বারণ সত্ত্বেও সুশান্ত মা’দ’ক নিতেন।






