জার্মানির একটি স্টার্ট আপ কোম্পানি Novus খুব শীঘ্রই একটি অত্যন্ত কম ওজনের ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে। এর আগে কোম্পানিটি ২০১৯ সালে লাস ভেগাসের CES অনুষ্ঠানে প্রথম বাইকটির প্রোটোটাইপ প্রকাশ করেছিল। এই বাইকটি আপনি এখন অর্ডার করলে পাবেন ২০২২ সালে। বাইকের দাম প্রায় ৫০০০০ ইউরো যা একটি টেসলা মডেল ৩ গাড়ির দামের সমান। ইলেকট্রিক বাইকটির দাম একটি Tesla model 3 এর সমান হওয়ার আদেও কতটা যৌ’ক্তিকতা আছে জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Novus কোম্পানির ইলেকট্রিক বাইকটির বিশেষত্ব হল এর কম ওজন। এই বাইকের পুরো বডি ফ্রেম ও সমস্ত যন্ত্রপাতি যেমন চাকার রিম, ফর্ক সমস্ত কার্বন ফাইবারের তৈরি। এর জন্য বাইকটির ওজন মাত্র ৭ কিলোগ্রাম।
ব্যাটারি সহ বাইকটির ওজন ৭৫ কিলোগ্রাম। বাইকটি তৈরিতে দামি কার্বন ফাইবার এর ব্যবহারের ফলে বাইকটির এত কম ওজন করা সম্ভব হয়েছে। কম ওজন হওয়া সত্ত্বেও ইলেকট্রিক বাইকটি প্রায় ১২৫ কেজি ওজন নিতে পারবে।