কালো রঙের বিকিনিতে নয়া ছবি শেয়ার করেন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে কালো রঙের বিকিনি পরে আধশোয়া ছবি শেয়ার করেন আভা। অভিনেত্রীর নয়া ছবি প্রকাশ্যে আসতই তা নিয়ে নেটিজেনদের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়।






শয়ে শয়ে পুরুষ ভক্তদের রাতের ঘুম ওড়াতে আভা পালের একটা সোশ্যাল মিডিয়া পোস্টই যথেষ্ট। মঙ্গলবার বিকিনি ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।






রামধনু রঙা বিকিনিতে আভাকে দেখে চোখের পলক করছে না ভক্তকুলের। অভিনেত্রীর উষ্ণ ফটোশুটের ছবিতে কত শত ভক্তের হৃদয় ভিজেছে।
ফের আলোচনার শীর্ষে আভা পাল । এলার খ্রিস্টমাসে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অন্তর্বাস ছাড়াই ছবি শেয়ার করলেন আভা। শুধু তাই নয়, বাথাটাবে স্নানের সময় অন্তর্বাস ঝুলিয়ে, সেখান থেকে উষ্ণ ছবি শেয়ার করেন আভা।






নিজের ছবির সঙ্গে ‘নটি অউর সুইট’ বলে অনুরাগীদের কাছে প্রশ্ন ছুঁড়ে দেন আভা পাল। আভার ছবি দেখে তাঁর অনুরাগীদের মধ্যে জোর আলোচনা শুরু হয়ে যায়। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ধরনের আলোচনার শীর্ষ উঠে আসেন আভা পাল।
এবারও তার ব্যতিক্রম হয়নি। অল্ট বালাজির হাত ধরে ওয়েব সিরিজে পা রাখেন আভা পাল। ‘গন্দি বাত’, ‘ট্রিপল এক্স’ দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হয় আভা পালের।





