ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। যখন তিনি নামেন, তার ব্যাটের দিকে তাকিয়ে থাকা পুরো ভারত। এরই মধ্যে দেশের হয়ে বিশ্বকাপের মতো শিরোপা জিতেছেন কিং কোহলি। ব্যক্তিগত অর্জনের ভাণ্ডারও কম সমৃদ্ধ নয়। তবে এসব কিছুই তার জীবনের সেরা মুহূর্ত নয়।
সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের জীবনের সেরা মুহূর্তের কথা জানিয়েছেন কোহলি। সেখানে তিনি বলেন, সন্তান জন্মদানের সময়টাই আমার জীবনের সেরা মুহূর্ত। সন্তানের জন্মের সময় তার পাশে থাকব বলে অস্ট্রেলিয়া থেকে চলে এসেছিলাম। সেই সময়টাকে ব্যাখ্যা করা আসলে আমার পক্ষে কঠিন।
ভারত অধিনায়ক আরো বলেন, আমি সেই ঘটনা সারা জীবন উপভোগ করতে চাই। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি ওই মুহূর্তটা হারাতে পারতাম না। নিজে উপস্থিত না থাকলে কারোর পক্ষে বোঝা সম্ভব নয় নিজের সন্তানের জন্ম দেখা কী উপভোগ্য ঘটনা।
উল্লেখ্য, চলতি বছরের ১১ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন বিরাটপত্নী আনুশকা শর্মা। কন্যা ভামিকার জন্মের কিছুদিন পরই ফের ভারতীয় দলের সঙ্গে যোগ দেন কোহলি।
সেই বিষয়ে তিনি বলেন, নিজেকে যখন বাবা-মায়ের দায়িত্ব পালনের জন্য পুরোপুরি তৈরি করে ফেলা যায়, তখন কোনো কিছুই আর বাধা হয়ে দাঁড়ায় না। মেয়ে জন্মের ১৭-১৮ দিনের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়। তবে তখন সময়টা খুব একটা কঠিন মনে হয়নি।