লকডাউন শুরু হওয়ার আগে লন্ডনে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং তার টিম। লকডাউনের খবর পেয়ে শুটিংয়ের কাজ অর্ধ সম্পন্ন রেখেই সত্বর দেশে ফিরে এসেছিলেন তিনি।







আনলক পর্বে আবারো লন্ডনে ফিরে গিয়ে শুটিংয়ের কাজ শুরু করেছেন অভিনেত্রী। তার মাঝেই মিডিয়ার সামনে ধরা দিলেন তিনি। সাক্ষাৎকারে নিজের জীবনের ব্যক্তিগত বহু তথ্যই প্রকাশ্যে আনলেন তিনি।
নিজের জীবনের প্রথম প্রেম থেকে শুরু করে প্রথম অডিশন, এমনকি প্রথম চুম্বনের অভিজ্ঞতাও শেয়ার করলেন অভিনেত্রী। মিমি জানিয়েছেন, কলেজে থাকা কালীন তিনি তার জীবনের প্রথম চুম্বন করেছিলেন।







তবে কে ছিল তার প্রথম প্রেম, সে সম্পর্কে অবশ্য কিছু জানাননি মিমি। কলেজে থাকাকালীন তিনি তার জীবনের বেশ কিছু বিশেষ মুহূর্ত কাটিয়েছেন।
উল্লেখ্য, শুটিংয়ের কাজের জন্য মিমি শীঘ্রই লন্ডনে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। এই করোনার আবহে সংক্রমণের ভয় এড়াতে করোনা টেস্ট করেছিলেন তিনি।







তিনি সহ তার পুরো টিমের করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই আশ্বস্ত করেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি যত তাড়াতাড়ি সম্ভব সিনেমার শুটিং সম্পন্ন করতে উদ্যোগী হয়েছেন।






