ব-ন জ-ঙ্গ-লের নানান ধরনের ঘটনা আমরা সরাসরি বাড়িতে বসে দেখতে পাই শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার জন্য । কারণ বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াতে এমন কোন জিনিস নেই যেটি দেখা যায় না । একটি বাচ্চার গান গাওয়া থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের চাঁদমণি পর্যন্ত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার দরুন । তার পাশাপাশি ভাইরাল অভিনেতা অভিনেত্রী এবং বন জ-ঙ্গ-লের বিভিন্ন পশু পাখির।
সোশ্যাল মিডিয়া কখনও কখনও আমাদের জন্য শিক্ষাক্ষেত্র হয়ে ওঠে । কারণ শুধুমাত্র যে সামাজিক বা রাজনৈতিক খবর দেখানো হয় তেমন কিন্তু নয় । তার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও মাঝেমধ্যে উঠে আসে এই সোশ্যাল মিডিয়ার দরুন । হাসি-কা-ন্না রা-গ অ-ভি-মান সমস্ত কিছুর একটি মিশ্রিত মাধ্যম হলো বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার প্রতি প্রতি আ-কৃষ্ট হচ্ছে প্রায় লক্ষ লক্ষ যুবক যুবতী।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে জ-ঙ্গ-লের । সেখানে দেখা যাচ্ছে দুটি হনুমান কে । এবং ওই হনুমান দুটি করছে এমন একটি কাজ যা সৃষ্টি করেছে হা-সির পরি-বেশ । কোন ব্যক্তি হয়তো ওই হনু-মানের সা-মনে একটি সূ-রার বো-তল বা কোন পানীয় এর বো-তল রে-খে দিয়েছিল । এবং সেটি মনের আনন্দে পা-ন ক-রছে ওই হনুমান দুটি । মাঝে মধ্যে অবশ্য ক্যামেরার দিকে তাকাচ্ছে । কিন্তু সবথেকে বেশি মনোযোগ ছিল তাদের ওই পানীয় টি পান করার ক্ষেত্রে।
এই ধরনের অ-বাক ক-রার মতন ঘটনা আমরা হয়তো আমাদের শহর অঞ্চলে ব্যস্ততম রাস্তাঘাটে কখনোই দেখতে পাবো না । শুধুমাত্র দেখা যায় গ-ভীর জ-ঙ্গলে । তাইতো শহরের কোলাহল থেকে মাঝেমধ্যেই অনেকে এই ধরনের ঘটনা বা নিজের একান্ত সময় কাটানোর জন্য পা-ড়ি দে-য় জ-ঙ্গলে । আর সেই জ-ঙ্গ-লে ধরা পড়ে ক্যামেরায় এমন বেশ কিছু ধরনের মজাদার ভিডিও যে-গু-লি পরবর্তীকালে আমাদেরকে মা-ন-সিক অ-ব-সাদ থেকে কিছুটা হলেও মুক্তি দেয়।