জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’তে দেখা যাচ্ছে বহুদিন পর আবার খল চরিত্র রিনির প্রত্যাবর্তন হচ্ছে। বেশ কয়েকদিন আগে রিনির পর্দা ফাঁস হয়ে যায় সাত্যকির পরিবারের সামনে,
এরপর এই ধারাবাহিকে আর রিনিকে দেখা যায়নি। বিগত দিনগুলিতে দেখা গিয়েছিল যে, রিনির অনুপস্থিতিতে উর্মি সাত্যকির দাম্পত্য সম্পর্ক মজবুত হয়ে উঠেছিল এবং উর্মি মানসিকভাবে পরিণত হওয়ার সাথে সাথে কর্মজীবনেও প্রবেশ করেছিল।
সম্প্রতি রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে মডার্ন রূপে আবার ফিরে আসছে রিনি, অন্যদিকে রিনি চরিত্রের অভিনেত্রী মিশমী দাসও রিয়েল লাইফে নিজেকে নতুন রূপ তুলে ধরলেন তার অনুরাগীদের কাছে। গোয়া সমুদ্র বিচে গিয়ে হট লুকে কিছু ছবি দেন অভিনেত্রী, যা শেয়ার করার পর প্রশংসার সাথে সাথে কটাক্ষেরও শিকার হতে হয়েছে তাকে।
রাজযোটক ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন মিশমি, পরবর্তীতে সীমানা পেরিয়ে, এই পথ যদি না শেষ হয় এর মত ধারাবাহিকে তাকে খলচরিত্রে দেখতে পেয়েছিলেন দর্শক। বাংলার পাশাপাশি
হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। তবে এই বছর শুরুর দিকে কাজের থেকে ছুটি নিয়ে হঠাৎ কিছুদিনের জন্য বয়ফ্রেন্ডের সাথে গোয়ায় ঘুরতে যান তিনি।
সেখানে গিয়ে আধুনিক লুকে কিছু ছবি পোস্ট করতে শুরু করেন আর অভিনেত্রীর এই ছবিগুলো কে কেন্দ্র করেই ট্রোলিংয়ের শিকার হন তিনি। গোয়ার সমুদ্র বিচে গিয়ে বিকিনি পরা কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী,
সেই ছবি দেখে কিছু মানুষ তার রোগা চেহারা নিয়ে কটাক্ষ করতে শুরু করেন। সমুদ্র সৈকতে গিয়ে আকাশী, কালো ও হলুদ রঙের কম্বিনেশন কালারের বিকিনি পরেছেন অভিনেত্রী। একটি ছবিতে দেখা গেছে সমুদ্রসৈকতে বালির ওপর দাঁড়িয়ে আছেন তিনি, কোথাও বা দেখা গেছে অস্তগামী সূর্যের আলো তার চোখে মুখে এসে লাগছে।
ছবি গুলো পোস্ট করার পর প্রশংসা বাক্যের পাশাপাশি কটাক্ষবানও সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে। কেউ লিখেছেন, এইসব বিকিনি পরার জন্য ফিগারও ভাল থাকতে হয়। তো কেউ লিখেছেন,
একটু খাওয়া দাওয়া করে মোটা হও, নয়তো উড়ে যাবে। কেউ আবার লিখেছেন, এত রোগা কেন? যদিও এই সমস্ত কটাক্ষ শুনে প্রথম দিকে তার খুব কষ্ট হলেও বর্তমানে এই সব কটাক্ষকে
তিনি আর গায়ে মাখেন না। প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রী আবার নতুন করে গোয়া গিয়েছেন না এই ছবিগুলো আগেকার তা জানা যায়নি! তবে মিশমি অনুরাগীরা এই ছবি দেখে খুব খুশি হয়েছেন।