বিংশ শতাব্দীর শুরুতে বি-টাউনে এমন একজন সুন্দরী প্রতিভাবান অভিনেত্রী পা রেখেছিলেন যিনি ইন্ডাস্ট্রিতে এসেই নিজের সৌন্দর্যে সকলকে বিমোহিত করেছিলেন। খুব অল্প বয়সেই তিনি নিজের অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছিলেন প্রচুর মানুষের মনে।
তিনি আর কেউ নন তিনি হলেন বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী অমৃতা প্রকাশ। যাকে প্রথম দেখা গিয়েছিল জনপ্রিয় বলিউড সিনেমা ‘বিবাহ’-তে। যেখানে তিনি অভিনেত্রী অমৃতা রাও-এর ছোট বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন।
এই সিনেমায় অমৃতার এই চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছিল। যার কারণে বহু বছর পেরিয়ে গেলেও আজও বহু মানুষ মনে রেখেছে ‘বিবাহ’ সিনেমার সেই ছোট্ট অমৃতা প্রকাশকে।
তবে সেই খুদে অমৃতা এখন আর ছোটো নেই। তিনি এতদিনে যথেষ্ট বড় হয়েছেন। তাই এখন তাঁকে দেখলে অনেকেই আর চিনতে পারবেন না। ‘বিবাহ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে যথেষ্ট খ্যাতি অর্জন করলেও এরপর তাঁকে আর সেভাবে অভিনয়ের মঞ্চে দেখা যায়নি।
তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি নেটিজেনদের কাছে একজন জনপ্রিয় মুখ। ইন্ডাস্ট্রিতে সেভাবে তাঁর দেখা না মিললেও সোশ্যাল মিডিয়ার পর্দায় বেশ অ্যাক্টিভ এবং জনপ্রিয় তিনি।
সম্প্রতি তাঁর বেশ কয়েকটি ছবি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায়। যেই ছবিগুলোতে তাঁকে কখনো দেখা যাচ্ছে গোলাপি টপ আর শর্টসে, আবার কখনো দেখা যাচ্ছে শার্ট আর শর্টসে। এক কথায় ছবিগুলো দেখে চেনা দায় অভিনেত্রীকে।
প্রসঙ্গত, মাত্র ৪ বছর বয়সে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী অমৃতা প্রকাশ। যদিও নিজের অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন তিনি টিভি বিজ্ঞাপন দিয়ে। তবে পরবর্তী সময়ে তাঁর দেখা মেলে বলিউডেও। ২০০২ সালের মুক্তিপ্রাপ্ত ‘তুম বিন’
সিনেমার মাধ্যমে প্রথম সিনেমায় হাতেখড়ি হয় অমৃতার। এই সিনেমায় ছোট্ট মেয়ে মিলির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এমনকি দর্শকেরাও এই
চরিত্রটিকে বেশ পছন্দ করেছিলেন। এরপর আর কোনোদিন পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে বলিউডের পাশাপাশি বেশ কিছু দক্ষিণী সিনেমাতেও দেখা মিলেছে এই অভিনেত্রীর।