বিয়ের আগেই মা হচ্ছেন ইলিয়ানা! ‘সন্তানের বাবা কে?’— অকারণে ট্রোল করল নেটপাড়া

মঙ্গলবার সকাল সকাল ‘গুড নিউজ’ দিলেন ‘বরফি’ খ্যাত অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। মা হতে চলেছেন এই বলি নায়িকা। ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করে প্রথম সন্তানের আগমনের খবর জানান সুন্দরী।

প্রথমটিতে রয়েছে সদ্যোজাতর সাদাকালো পোশাকের একটি ছবি, তার উপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু’। অন্যদিকে ‘Mama’ লেখা একটি লকেটের ছবি পোস্ট করেন ইলিয়ানা।

ছবির ক্যাপশনে হবু মা লিখেছেন, ‘সে খুব জলদি আসছে। আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করতে আর তর সইছে না’। ইলিয়ানার ছবিতে মন্তব্য করেছেন তাঁর মা, সামিরা ডিক্রুজ। লিখেছেন, ‘আমার নাতি/নাতনির মুখ দেখতে আর অপেক্ষা করতে পারছি না। খুব দ্রুত চলে এস’।

মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্টেটাস নিয়ে কিছুই জানাননি ইলিয়ানা। ‘অবিবাহিত’ নায়িকার মা হওয়ার খবরে শোরগোল নেটপাড়ায়। অনেকেই কটাক্ষ করতে ছাড়েননি নায়িকাকে। প্রশ্ন করেছেন, ‘তোমার সন্তানের বাবা কে?’ কেউ আবার লিখেছেন, ‘তুমি বিয়ে কবে করলে?’ যদিও ট্রোলিং নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী।

ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা, গত কয়েক মাস ধরে এমনটাই জল্পনা বি-টাউনে। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর

বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। যা তাঁদের প্রেমের জল্পনাকে উস্কে দেয়। ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল। ‘ভিক্যাট’-এর বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়ানা। কফি উইথ করণের মঞ্চে দু’জনের সম্পর্কে থাকার ইঙ্গিত দিয়েছেন করণ জোহরও।


চলতি বছর জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইলিয়ানা। হাতে স্যালাইনের চ্যানেল করা ছবি পোস্ট করেছিলেন নায়িকা। পরে জানান, ‘গত কয়েকদিনে যাঁরা আমার খবরাখবর নিয়েছেন, আমার স্বাস্থ্যের

কথা ভেবে উদ্বেগ প্রকাশ করছেন, সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ। আপাতত আমি ভালো আছি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি।’ যদিও তাঁর ঠিক কী হয়েছিল তা স্পষ্ট করেননি অভিনেত্রী।

রণবীর কাপুর থেকে শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, অজয় দেবগন-সহ একাধিক বলিউড তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইলিয়ানা। একটা সময় বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করেছেন,

তবে দীর্ঘদিন রুপোলি পর্দায় দেখা মেলেনি ইলিয়ানার। শেষবার অভিষেক বচ্চনের ওটিটি ফিল্ম ‘বিগ বুল’-এ দেখা মিলেছে ইলিয়ানার। দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে সম্পর্কে ছিল ইলিয়ানা। জানা যায়,গোপনে বিয়েও করেছিলেন দুজনে, তবে ২০১৯ সালে এই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.