যার বিয়ে তার হুশ নেই পাড়া পড়শির ঘুম নেই- এই কথাটা বেশ প্রচলিত। যদিও এই কথাটি মজার ছলে বলা হয়। আসলে বিয়ে মানে তো কেবল বর কনের নতুন অধ্যায় নয় বিয়ের সাথে জড়িয়ে আছে






পারিবারিক বন্ধন। বিয়ে অনুষ্ঠান মানে বর কনেকে ঘিরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে তুমুল হইচই, উন্মাদনা। জীবনের এই দিনটি জন্য যেমন বর কনে অপেক্ষা করে থাকে তেমন অপেক্ষায় থাকে তাদের পরিবাররা। এই দিন বর কনের সাথে দুই পরিবারের মধ্যেও বন্ধন দৃঢ় হয়।
বর্তমানে বিয়েবাড়ি মানে আচার নিয়ম নীতি ছাড়াও আনন্দ করা, দিনটিকে উপভোগ করা। ব্যস্ততার পরিশ্রমের মধ্যে থেকে বেরিয়ে এসে এই একটা দিন হাসি ঠাট্টার বিনোদনের মাধ্যমে স্মরণীয় করে রাখা। তাই এখন বিয়েবাড়ির এক অনন্য অঙ্গ হয়ে উঠেছে নাচ গান।






সম্প্রতি এরকম বিয়েবাড়ির একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিয়ে উপলক্ষ্যে কনের আত্মীয় স্বজন সকলে উপস্থিত রয়েছে। আর সেখানে তার কোনো এক আত্মীয় সাজন জি ঘর আয়ে গানের সাথে দূর্দান্ত নাচ করছেন। ওই মহিলাটির পরনে ছিল গোলাপি রঙের শাড়ী।
বিয়েবাড়ি যেন নাচের তালে মাতিয়ে তুললেন তিনি। তার এনার্জি যথেষ্ট প্রশংসনীয়। ভিডিওটি দেখে মনে হচ্ছে এটি যতসম্ভব গায়ে হলুদের সকালে তোলা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ মহিলাটির নাচের প্রশংসা করেছেন।





