বিশাল সুখবর, ৭৬৯ টাকার রান্নার গ‍্যাস মাত্র ৬৯ টাকায়!

গ্যাস গ্রাহকদের জন্য সুখবর। গত মাসে বাজেট ঘোষণার পর ৭২ ঘন্টার মধ্যেই দাম বেড়েছিল রান্নার গ্যাসের। প্রথমে

২৫ টাকা, এরপর ৫০ টাকা বেড়ে যাওয়ার পর, একটা স্বস্তির খবর মিলল। কিন্তু কী এই খবর?জানা গেল, ১৪ কেজি

এলপিজি সিলিন্ডার ৭৬৯ টাকার বদলে পাওয়া যাবে ৬৯ টাকায়। কিন্তু কীভাবে পাবেন এই সুবিধা, তা জানতে নীচের

পদ্ধতিগুলি অনুসরণ করুন। গুগল প্লে স্টোর থেকে ‘পেটিএম’ নামক অ্যাপটি ডাউনলোড করতে হবে।তারপর

অ্যাপটির হোম পেজ থেকে ‘রিচার্জ অ্যান্ড পে বিল’ অপশনে যেতে হবে এবং বুক সিলিন্ডার অপশনে ক্লিক করতে

হবে। এরপর ওখানে নির্দিষ্ট গ্যাসের কোম্পানির নামটি খুঁজে নিয়ে ক্লিক করতে হবে।এরপর নির্দিষ্ট ফোন নম্বর দিতে

হবে, যেটি নতুন সিলিন্ডার নেওয়ার সময় ব্যবহৃত হয়েছিল। অবশ্য এর বদলে এলপিজি আইডিও দেওয়া যাবে। এরপর

সাবমিট অপশনে ক্লিক করতে হবে। পেমেন্ট অপশন এলে সেখানে প্রোমো কোড অপশনে ক্লিক করতে হবে৷ এরপর

ওই বক্সে ‘FIRSTLPG’ – এই প্রোমোকোড লিখে পেমেন্ট করতে হবে।এরফলে গ্রাহকেরা ৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

পেতে পারেন। অবশ্য খুব বেশীদিন নয়,পর্যন্ত এই অফার রয়েছে কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

Related Posts

One thought on “বিশাল সুখবর, ৭৬৯ টাকার রান্নার গ‍্যাস মাত্র ৬৯ টাকায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.