বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লো অশ্বিন

ভারতের সবচেয়ে দ্রুততম আর বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

৩৯৪ উইকেট নিয়ে আহমেদাবাদে গোলাপি বলের টেস্ট খেলতে নামেন অশ্বিন। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে জোফরা আর্চারকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ৩ উইকেট নিয়ে মাইলফলক স্পর্শ করেন অশ্বিন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় দ্রুততম হিসাবে এই নজির গড়লেন অশ্বিন। মুরালি ৪০০ উইকেট তুলে নিয়েছিলেন ৭২টি টেস্টে।

নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলি ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ডেল স্টেইনকে টপকে গেছেন অশ্বিন।

নিজ নিজ দেশের হয়ে মোট ৮০টি টেস্ট খেলে ৪০০ উইকেটের ঘরে পৌঁছেছিলেন কিংবদন্তি রিচার্ড হ্যাডলি ও ডেল স্টেইন। টেস্টে দ্রুততম বোলার হিসেবে এই নজির গড়া ক্রিকেটারদের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেনন দুই প্রাক্তন তারকা।

তালিকার শীর্ষ স্থানে রয়েছেন মুত্তিয়া মুরলীধরন। মাত্র ৭২টি টেস্ট খেলে ৪০০ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার। কেরিয়ারে মোট ৮০০টি উইকেট নিয়েছেন মুরালী।

এদিকে অনিল কুম্বলে, কপিল দেব এবং হরভজন সিংয়ের পর ভারতের চতুর্থ বোলার হিসেবে এই নজির গড়েছেন অশ্বিন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.