বিশ্ব এমন ক্যাচ এর আগে দেখেনি, ক্যাচ দেখে রিজওয়ানকে আইসিসির বিশেষ উপহার (ভিডিও সহ)

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ন্যাশনাল টি২০ কাপে খাইবার পাখতুনখাওয়া বনাম সিন্ধের ম্যাচে খাইবার পাখতুনখাওয়ার ফিল্ডার মুহাম্মদ রিজওয়ানের ক্যাচ নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের।

খেলার ১৯তম ওভারে মুসাদ্দিক আহমেদের বল উড়িয়ে মারার চেষ্টা করেন সিন্ধের ব্যাটসম্যান আনোয়ার আলি। কিন্তু এক্সট্রা কভারে প্রায় চল্লিশ গজ দৌড়ে এসে সুপারম্যানের ভঙ্গিতে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেন রিজওয়ান।

রিজওয়ানের ক্যাচের সেই ভিডিও শেয়ার করে পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটারে লেখে,

“এটা পাখি, সুপারম্যান কিংবা উড়োজাহাজ কিছুই না। ইনি মুহম্মদ রিজওয়ান।” পরবর্তীতে আইসিসিও সেই ক্যাচের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখে, “কী দারুণ ক্যাচ!”

অন্যদিকে আইসিসি রিজওানের ক্যাচে মুগ্ধ হয়ে উপহার হিসেবে তার ক্যাচের ভিডিও আইসিসির অফিসিয়াল টুইটারে আপলোড করে লিখেছে- “What a grab this was by Mohammad Rizwan!”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.