সম্প্রতি এবার নাইটক্লাবে গিয়ে নাচে মেতে উঠলেন সকলের প্রিয় ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ অর্থাৎ অপরাজিতা আঢ্য। টেলি ইন্ডাস্ট্রিতে এই নামটির সাথে পরিচিত সকলেই। বড়োপর্দার পাশাপাশি ছোটপর্দাতেও তিনি রীতিমতো রাজত্ব করছেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ নামক একটি ধারাবাহিকে।






পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও যেন সুপারস্টার এই অভিনেত্রী। কারণ, তার প্রাণখোলা হাসি এবং অফুরন্ত উদ্যম সকলের থেকে আলাদা করে তাকে। অন্যদিকে কাজে যতই ব্যস্ত থাকুন না কেন সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় থাকেন তিনি। নিত্যদিন সেখানে ভাগ করে নেন নানান ছবি থেকে শুরু করে ভিডিও।
আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্দায় তাকে যেমন সাধারণ মহিলা হিসেবে দেখা যায়, তবে তিনি বাস্তব জীবনে ভীষণই আধুনিকা। সেরকমই এবার আধুনিক সাজে দেখা গিয়েছে তাকে। আসলে ক্রিসমাস উপলক্ষ্যে গোটা শহর উৎসবের মেজাজে সেজে উঠেছিল। রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন নাইট ক্লাবগুলিতে ভীড় যেন উপচে পড়েছিল।
সেখানে অনেক তারকারাও ভীড় জমিয়েছিলেন অনুষ্ঠান উদযাপন করতে। সেখানেই গিয়েছিলেন অপরাজিতা। এদিন একটি লাল ওয়েস্টার্ন পোশাকে নাচতে দেখা গিয়েছে তাকে। ‘বেশরম রঙ’ গানটিতে অসাধারণভাবে নেচেছেন তিনি। যেই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর তাকে দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে।





