বলিউড জগতের প্রথম সারির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন বিপাশা বসু। তাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই।







অভিনয় দক্ষতা দিয়েই তিনি জয় করে নিয়েছেন সকল দর্শকদের মন।২০০১ সালে ‘আজনাবি’ সিনেমা দিয়ে প্রথম বলিউডে পা রাখেন অভিনেত্রী। এরপর একের পর এক সিনেমা দিয়ে পাকাপাকি ভাবে জায়গা করে নেন বলিউডের অন্দরে।
সিনেমায় কাজ করতে করতেই জন আব্রাহাম এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিপাশার। ২০১২ সালে সেই সম্পর্কে ভাঙ্গন ধরে।
এরপর ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে পাকাপাকি ভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তবে, তার আগে এক চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। তবে, বিয়ের পর থেকে আর অভিনেত্রীকে পর্দায় দেখা যায়নি।







তবে, সম্প্রতি স্বামী করণ সিং গ্রোভারের জন্মদিন উপলক্ষে মালদ্বীপে ছুটি কাটাতে উড়ে গেছেন এই তারকা জুটি। আর সেখান থেকেই নিত্যনতুন ছবি পোস্ট করছেন বিপাশা।
কখনও সুইমিং শ্যু;ট পরে আবার কখনও ফ্লোরাল মনকি;নিতে হট লুকে ধরা দিচ্ছেন অভিনেত্রী।
সম্প্রতি বিপাশা নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে বিপাশা ও করণকে বেশ ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাচ্ছে।







কখনও চোখ বন্ধ করে প্রেমের জোয়ারে ভেসে যাওয়া কখনও আবার ঘনিষ্ঠ মুহূর্তে বিপাশা করণকে গালে চুম্বন করছেন।
ছবিগুলি পোস্ট করে বিপাশা ক্যাপশনে লিখেছেন যে, ‘সানসেট ভাইবস’। তাঁদের এই ছবি গুলি দেখে কারোরই আর বুঝতে বাকি নেই যে, তাঁরা রীতিমতো রোমান্সে মত্ত হয়েছে।
আরেক ছবি দেখা গেছে কালো রঙের অন্তর্বাস পরে সুইমিং পুলে অর্ধ নিমজ্জিত রয়েছে। সেখান থেকে হট আবতারে ফোটশু;ট করছেন বসু।
সম্প্রতি এই ছবিই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।






