বোনকে ছাড়া থাকতে পা’রবেনা’ তাই শা’লীকেও বি’য়ে করলেন ব’র!

অনেক রকম অদ্ভুত ঘটনা হরহা’মেশা ঘটে চলেছে। মধ্যপ্রদেশের ভিন্ড জে’লায় ঘটেছে সেরকম অদ্ভুত ঘটনা। এক ব্যক্তি দুই বোনকেএকস”ঙ্গে বিয়ে করেছেন। এর আগে কলকাতায় এ ধরনের ঘটনা ঘটেছে। যেখানে দুই বোন একস”ঙ্গে একজনকেই বিয়ে করেছিল।তারা একে অ’পরকে ছেড়ে থাকার কথা কখনো ভাবতেও পারতেন না। সে কারণে বাকি জীবন একস”ঙ্গে কা’টানোর সি’দ্ধান্ত নিয়ে এই বিয়ে

করেছিলেন এবং শুরু করেছিলেন নিজেদের ব্যবসা।যদিও একস”ঙ্গে দু’জনকে বিয়ে করেননি। একজনকে আইন মেনে বিয়ে করেছিলেন। তা সত্ত্বেও অন্যজন সবকিছু মেনে একস”ঙ্গে ছিলেন। তবে এবারে এক অন্য ধরনের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে।বর দিলীপ নিজের শ্যালিকা রচনাকে বিয়ে করার আগে বিনীতা অর্থাৎ তার বোনকে বিয়ে করেছিলেন। বিনীতা গু’রাভেলি গ্রামের সরপঞ্চের মেয়ে। ৯ বছর আগে তাদের বিয়ে হয়; তাদের তিন সন্তানও রয়েছে।

দিলীপ বলেছেন, প্রথম স্ত্রী’ বিনীতা তার এই সি’দ্ধান্তকে মেনে নিয়েছেন। আর সে কারণেই বিয়ের অনুষ্ঠানে শ্যালিকাকে বিয়ে করার স”ঙ্গে স”ঙ্গে আবার নিজের প্রথম পক্ষের স্ত্রী’কে বিয়ে করেছেন।এছাড়াও জানা গেছে প্রথম পক্ষের স্ত্রী’ অ’সুস্থ। সন্তানদের দেখাশোনা করার জন্য কাউকে প্রয়োজন, সে কারণেই এই সি’দ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। দিলীপ দাবি করেছেন, প্রথম স্ত্রী’রা মতেই একই বিয়ের অনুষ্ঠানে দুজনের গলায় মাল্যদান করেছেন তিনি।

যদিও একস”ঙ্গে দু’জনকে বিয়ে করেননি। একজনকে আইন মেনে বিয়ে করেছিলেন। তা সত্ত্বেও অন্যজন সবকিছু মেনে একস”ঙ্গে ছিলেন। তবে এবারে এক অন্য ধরনের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে।বর দিলীপ নিজের শ্যালিকা রচনাকে বিয়ে করার আগে বিনীতা অর্থাৎ তার বোনকে বিয়ে করেছিলেন। বিনীতা গু’রাভেলি গ্রামের সরপঞ্চের মেয়ে। ৯ বছর আগে তাদের বিয়ে হয়; তাদের তিন সন্তানও রয়েছে।

দিলীপ বলেছেন, প্রথম স্ত্রী’ বিনীতা তার এই সি’দ্ধান্তকে মেনে নিয়েছেন। আর সে কারণেই বিয়ের অনুষ্ঠানে শ্যালিকাকে বিয়ে করার স”ঙ্গে স”ঙ্গে আবার নিজের প্রথম পক্ষের স্ত্রী’কে বিয়ে করেছেন।এছাড়াও জানা গেছে প্রথম পক্ষের স্ত্রী’ অ’সুস্থ। সন্তানদের দেখাশোনা করার জন্য কাউকে প্রয়োজন, সে কারণেই এই সি’দ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। দিলীপ দাবি করেছেন, প্রথম স্ত্রী’রা মতেই একই বিয়ের অনুষ্ঠানে দুজনের গলায় মাল্যদান করেছেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.