স্টারকিডদের তালিকায় সবসময়ই উপরের দিকে থাকে তাঁর নাম। সোশ্যাল মিডিয়াতেও বেশ চর্চিত সে। এখানে কথা হচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। করোনা আবহে উষ্ণ ফটোতে পারদ চড়ালেন সুহানা।
সোশ্যাল মিডিয়ার নানান সময় নানান ধরনের ভিডিও, ছবি পোস্ট করে দর্শকদের মনোরঞ্জন করতে জুড়ি মেলা ভার সুহানার। দীর্ঘদিন ধরেই সুহানা তাঁর ভিন্ন ভিন্ন আকর্ষণীয় লুকের ছবি পোস্ট করে বহু প্রশংসা কুড়িয়েছেন।
এবারও তার ব্যতিক্রম হল না। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজেই ছবি শেয়ার করেছেন শাহরুখ কন্যা। সুহানার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই হইচই পড়ে গিয়েছে নেট পাড়ায়।
ছবিতে সুহানাকে কালো রঙের টপের সঙ্গের আকাশী রঙের শর্টসে লক্ষ্য করা যাচ্ছে। সুহানার ওই ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল। বলিউড বাদশা শাহরুখের বড় পর্দা থেকে সোশ্যাল মিডিয়ায় সর্বত্রই অবাধ বিচরণ।
আর সব জায়গাতেই জনপ্রিয়তার শীর্ষে তিনি। তবে, শুধু জনপ্রিয়তায় শাহরুখ একাই নন সোশ্যাল মাধ্যমেও যথেষ্ট সক্রিয় শাহরুখ খানের মেয়ে সুহানা খানও।
তবে, বেশ কিছুদিন আগেই গায়ের রঙ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শাহরুখ কন্যা সুাহান খান। সুাহানর অভিযোগ ছিল ছোট বয়সে তাঁকে অনেকে ‘কালা, কালি’ বলে সম্মোধন করত।
কিন্তু আর নয় অনেক সহ্য হয়েছে এবার গায়ের রং নিয়ে কটাক্ষ করা বন্ধ হোক। যদিও শাহরুখ কণ্যার গায়ের রং নিয়ে মন্তব্য বিশেষ মনে ধরেনি নেটিজেনদের।
অনেকেই শাহরুখ কণ্যার দিকে আঙুল তুলে প্রশ্ন করে কিং খান যখন ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করেন তখন সুহানার বর্ণ বিদ্বেষের বক্তব্য কোথায় থাকে?
‘ফর্সা মানেই সুন্দর’, এমন ক্রিমের বিজ্ঞাপনের সঙ্গে শাহরুখ কেন চুক্তিবদ্ধ হয়েছেন সেই নিয়েও অনেকেই প্রশ্ন করেন। যদিও সেই সব বিষয়ে মুখ খোলেননি শাহরুখ কন্যা।