আবারো ব্যাট হাতে মাঠে নামলেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বুধবার (২৩ ডিসেম্বর) আহমেদাবাদে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার আগে এক প্রীতি ম্যাচে খেলতে নেমেছিলেন কলকাতার প্রিন্স সৌরভ গাঙ্গুলি।







নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বিসিসিআই সেক্রেটারি জয় শাহের একাদশের মুখোমুখি হয় সৌরভ গাঙ্গুলির প্রেসিডেন্ট একাদশ।
ব্যাটে-বলে অলরাউন্ড পারফরমেন্স করেন বোর্ড প্রেসিডেন্ট। ব্যাট হাতে অপরাজিত ছিলেন ৩২ বলে ৫৩ রানে।
তবে দীর্ঘদিন পর এমন নজরকাড়া পারমেন্স সত্ত্বেও দলকে জেতাতে পারেননি গাঙ্গুলি। জয় শাহের সেক্রেটারি একাদশের কাছে ২৮ রানে হারে গাঙ্গুলির দল। প্রথমে ব্যাট করে জয় শাহের একাদশ ৩ উইকেট হারিয়ে ১২ ওভারে ১২৮ রান তোলে।







ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন করেন ২২ বলে ৩৭ রান। ৭টি বাউন্ডারি মারেন আজহার। জয়দেব শাহ করেন সর্বোচ্চ ৩৮ রান।
এই দুজনের পার্টনারশিপের ওপর ভর করে ১২৮ রান তোলে সেক্রেটারি একাদশ। প্রেসিডেন্ট একাদশের হয়ে সৌরভ গাঙ্গুলি তিন ওভার বল করেন।







২৬ রান দিয়ে তিনি একটি উইকেট নেন তিনি। প্রতিপক্ষের অধিনায়ক বোর্ড সেক্রেটারি জয় শাহের উইকেট নেন গাঙ্গুলি।
১২ ওভারে ১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাট হাতে পুরনো রূপে আর্বিভূত হন সৌরভ গাঙ্গুলি। ৩২ বলে অপরাজিত ৫৩ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।







ছয়টি চার এবং একটি ছক্কা মারেন গাঙ্গুলি। তবে ম্যাচ জেতাতে পারেননি তিনি। ২৮ রানে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে।
নির্ধারিত ১২ ওভারে চার উইকেট হারিয়ে ১০০ রান তোলে প্রেসিডেন্ট একাদশ। প্রতিপক্ষের বোর্ড সেক্রটারি জয় শাহ নেন দুটি উইকেট।






