তোমার খোলা পিঠে একটা হামি খেতে দেবে’! ব্লাউজ ছাড়া খোলা পিঠে ছবি শেয়ার করতেই ঋতুপর্ণার উদ্দেশ্যে মন্তব্য নেটিজেনের। টলিউডের (Tollywood) জনপ্রিয় প্রথম সারির নায়িকা হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মাঝেমধ্যেই বোল্ড ফটোশ্যুটে চড়ান উষ্ণতার পারদ। নব্বইয়ের দশক থেকে তিনি রাজ করে চলেছেন সকলের মনে।
একটা সময় প্রসেনজিৎ (Prosenjit), চিরঞ্জিত (Chiranjit), অভিষেক (Avishek), তাপস পালের (Tapas Pal) মতো তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন। এরপর বহুদিনের বিরতি শেষে আবারও ফিরে এসেছেন ‛প্রাক্তন’ (Prakton) সিনেমা দিয়ে। এছাড়া ‛দৃষ্টিকোণ’, ‛বেলাশেষে’, ‛বেলাশুরু’র মতো সিনেমা রয়েছে তার ঝুলিতে। সময়ের সঙ্গে সঙ্গে যেমন বদলেছে ছবির ভাবধারা তেমনই বেড়েছে ঋতুপর্ণার বয়স। কিন্তু তাতে কি? তিনি এখনও নতুন প্রজন্মের কাছে হট এন্ড সেক্সী।
তার ছবির সংখ্যা কমলেও অনুরাগীদের সংখ্যা কিন্তু একেবারেই কমেনি। বরং সোশ্যাল মিডিয়ায় (Social Media) হাত ধরে তিনি নিজেকে এক্টিভ রেখেছেন আরও বেশি করে। টলিউডের (Tollywood) অন্যতম সফল জনপ্রিয় এভারগ্রীন এই নায়িকা এখনও পর্যন্ত ১৫০-র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যেই রিল ভিডিও (Video) ও ফটোশ্যুটে (Photoshoot) ঝড় তোলেন অভিনেত্রী।
কখনও ওয়েস্টার্ন লুকে আবার কখনও ট্রাডিশনাল লুকে ঝড় তোলেন নেটমাধ্যমে। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ছবি। যেখানে তাকে একেবারে হট লুকে দেখা যাচ্ছে। তার পরণে রয়েছে হালকা গ্রিনিশ কালারের শাড়ি। তবে, ব্লাউজ ছাড়াই শাড়িটি পড়েছেন অভিনেত্রী। কানে ভারী কানের দুল। মাথায় গোজা পদ্মফুল ও হাতেও রয়েছে পদ্ম। হাসিমুখে ব্যাকসাইড হয়ে পোজ দিয়েছেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)।
ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন যে, ‛থ্রো ব্যাক থার্স ডে’। ঋতুপর্ণার (Rituparna Sengupta) এই ছবি দেখে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛ব্লাউজ ছাড়াই খুব সুন্দর দেখায় আপনাকে’। আবার কেউ লিখেছেন ‛তোমার খোলা পিঠে একটা হামি খেতে দেবে’। আবার কেউ লিখেছেন ‛গর্জিয়াস’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) ঋতুপর্ণার এই ছবি।