তিথি বসু হরফে ঝিলিক, যে কিনা কিছু বছর আগে ধারাবাহিকে হারিয়ে যাওয়া মায়ের জন্য কান্নাকাটি করত, যার জন্য চিন্তিত ছিলাম আমরা সকলেই, থাকে যেরূপে এখন ইনস্টাগ্রামে দেখা যায়, তা দেখে রীতিমতো বিষম খেতে হয় আমাদের।
একের পরে এক সাহসী রূপে নিজেকে যেভাবে মিলে তুলেছেন তিনি, তাতে খুব তাড়াতাড়ি প্রথম সারির নায়িকাদের টেক্কা দিতে পারবেন বলেই মনে করা হচ্ছে।
মা সিরিয়ালের পরে সেভাবেই তাকে দেখা যায়নি চলচ্চিত্র জগতে। পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। তবে দীর্ঘ লকডাউনের মধ্যে বিভিন্ন ফটোশুট করে খবরের শিরোনামে উঠে এসেছে তিথি বসুর নাম।
পড়াশোনা শেষ করে আবার চলচ্চিত্র জগতে ফিরে আসার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে তা বলাই বাহুল্য।
তার বিভিন্ন বোল্ড এবং হট ফটোশুট এর পাশাপাশি একটি সুইমিং পুলের ফটোশুটও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এই ছবিতে তাকে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় দেখতে পাওয়া যায় সুইমিংপুলে। তিনি পরে রয়েছেন একটি বিকিনি।
বিকিনির পৃষ্ঠদেশ একেবারে উন্মুক্ত, এই বিকিনি পড়ে রীতিমতো উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন তিথি বসু। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন,”ওয়েট অ্যান্ড ওয়াইল্ড”।
এই ছবির পর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তার আরেকটি নতুন ছবি। ব্লাউজ ছাড়া বাসন্তী রঙের শাড়িতে আবেদনময়ী চাহনিতে তাকিয়ে আছেন তিনি। ছবি আপলোডের সাথে কমেন্টের বন্যা বোয়ে গিয়েছে।