সদ্য সমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে ব্যাগ ভরে রান করেছেন পৃথ্বী শ এবং দেবদূত পাডিকাল। কিন্তু তাতেও ভাগ্য খুলেনি তাদের। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডের বাইরেই থেকে গিয়েছেন এই দুই ব্যাটসম্যান।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা সূর্যকুমার যাদবকে ওয়ানডেতে রেখেছেন নির্বাচকরা। নতুন মুখ হিসেবে আরও আছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং ক্রুনাল পান্ডিয়া। এর আগে দেশের হয়ে ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন ক্রুনাল।
বিজয় হাজারে ট্রফিতে ৫ ম্যাচে ৩৮৮ রান করেছেন এই অলরাউন্ডার। রয়েছে দুটি হাফ সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরিও। ৫ ম্যাচে প্রায় ১৩০ গড়ে রান করেছেন তিনি। সর্বোচ্চ ১৩৩।
টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা সূর্যকুমার চতুর্থ টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে জায়গাটা আরও পাকাপোক্ত করে নিয়েছেন। এছাড়া বিজয় হাজারে ট্রফিতেও ৫ ম্যাচে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরির সাহায্যে করেছিলেন ৩৩২ রান।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হয়েও দরজা খুলেনি পৃথ্বী শ’র। ৮ ম্যাচে ডানহাতি এই ব্যাটসম্যান করেছেন ৮২৭ রান। রয়েছে একটি ডাবল সেঞ্চুরি সহ মোট ৪টি সেঞ্চুরি হাঁকানো এই তরুণের গড় প্রায় ১৭০।
দ্বিতীয় সর্বোচ্চ রান করে পৃথ্বীর মতোই অপেক্ষায় রয়ে গিয়েছেন দেবদূতও। ৭ ম্যাচে ৪টি সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান করেছেন ৭৩৭ রান। তাঁর ব্যাটিং গড় দেড়শ’র কাছাকাছি।
৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন প্রসিদ্ধ। ৫.৭৭ ইকোনমি রেটে বোলিং করে এই পেসার একবার ৪ উইকেটও নিয়েছেন। টুর্নামেন্টে ২১ উইকেট নিয়ে সবার ওপরে ছিলেন উত্তর প্রদেশের শিভম শর্মা।
ভারতের ওয়ানডে স্কোয়াড:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্দিয়া, ঋসভ পান্ত (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, যুবেন্দ্র চহল, কুলদীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নাটারাজন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, শারদুল ঠাকুর