ভারতের চেয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ভালো দল!

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের চেয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ভালো দল! দিল্লি ক্যাপিটেলসকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জেতার পর মুম্বাইকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের হারের এমন কথা আবারও চড়াও হয়েছে।

সিরিজের শুরু থেকেই ভারতের সমালোচনায় ব্যস্ত মাইকেল ভন। টি-টোয়েন্টিতে ভারতের হারের দিনে বিরাট কোহলির দলকে নিয়ে আবারও খোঁচা দিয়েছেন ভন। ইংল্যান্ডের এই সাবেক অধিনায়কের মতে, টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের চেয়ে মুম্বাই ভালো দল।

ধারাবাহিকতা বজায় রাখার সঙ্গে দাপুটে পারফরম্যান্সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৫ বার শিরোপা জিতেছে মুম্বাই । অনেকের দাবি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রোহিত শর্মার মুম্বাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই টুইটারে ভন লিখেছেন, ‘টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্স ভারতের চেয়ে ভালো দল।’

ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ভারতের দেয়া ১২৪ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ইংলিশরা। মূলত জেসন রয়ের মারকুটে ব্যাটিং আর ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর দৃঢ়তায় হেসেখেলে জয় পেয়েছে ইংল্যান্ড।

এর আগে ইংলিশ বোলারদের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা। শিখর ধাওয়ান, লোকেশ রাহুল ও কোহলিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। পরবর্তীতে শ্রেয়াস আয়ারের ৬৭ রানের সুবাদে ১২৩ রানের স্বল্প পুঁজি পেয়েছিল ভারত। জোফরা আর্চার একাই নিয়েছেন ৩ উইকেট।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.