ভারতের হয়ে টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার পরদিনই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রাহুল তেওয়াতিয়া। রবিবার (২১ ফেব্রুয়ারি) চলমান বিজয় হাজারে ট্রফিতে মাত্র ৩৯ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার।







তাতে তাঁর দল ২৯৯ রানের বড় সংগ্রহ পেয়েছে। এ গ্রপের ম্যাচে চণ্ডিগড়ের বিপক্ষে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি হারিয়ানা।
হিমাংসু রানা সেঞ্চুরি তুলে নিলেও বাকি টপঅর্ডার ব্যাটসম্যানরা সেভাবে সুবিধা করে ওঠতে পারেননি। সেঞ্চুরির পর হিমাংসু বিদায় নিলে দলের হাল ধরেন তেওয়াতিয়া।
সাতে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং শুরু করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। মাত্র ৩২ বলেই হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।







৫০ পেরিয়ে গেলে আক্রমণাত্বক হয়ে ওঠে তাঁর ব্যাট। হাফ সেঞ্চুরির পরে ৬ বলে করেছেন ২২ রান। জগজিদ সিংয়ের বলে আউট হয়ে যাওয়ার আগে করেছেন ৩৯ বলে ৭৩ রান।
এই ইনিংস খেলতে ৬টি ছক্কা ও ৪টি চার মেরেছেন তিনি। যেখানে স্ট্রাইক রেট ছিল চোখে পড়ার মতো। তাঁর এমন ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৯৯ রান তোলে হারিয়ানা।
শনিবার (২০ ফেব্রুয়ারি) ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।







যেখানে ইশান কিশান ও সূর্যকুমার যাদবের সঙ্গে স্কোয়াডে জায়গা পেছেন তেওয়াতিয়া।
মূলত আইপিএলের গেল আসরে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের সুবাদেই ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তিনি।
টুর্নামেন্টের ১৩তম আসরে রাজস্থান রয়্যালসের হয়ে ১৮৭.১৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন তিনি। যেখানে কয়েকটি ম্যাচে দারুণ ক্যামিও ইনিংসও খেলেছিলেন। বল হাতেও ছিলেন বেশ কার্যকরী।
ভারত স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াশ আইয়ার, সুর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, ইশান কিশান, যুবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াতিয়া, থাঙ্গারাসু নাটারাজন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নভদীপ সাইনি ও শার্দুল ঠাকুর।






