ভারতে প্ল্যাটফর্মের ডিসপ্লে স্ক্রিনে চলছে পর্ন ছবি, দেখে চমকে গেলেন যাত্রীরা

স্টেশনের প্ল্যাটফর্মে তখন ট্রেন ধরার তাড়া যাত্রীদের। প্ল্যাটফর্মের ডিসপ্লে স্ক্রিনে তখন নানা বিজ্ঞাপন চলছে। আচমকাই সেই বিজ্ঞাপনের ভিড়ে ভেসে এল নীল ছবির মূহূর্ত। যা দেখে কয়েক মুহূর্তে চমকে গেলেন যাত্রীরা।

প্ল্যাটফর্মের ডিসপ্লে স্ক্রিনে কিনা চলছে পর্ন ছবি! হ্যাঁ, এমন কাণ্ডটাই সম্প্রতি ঘটেছে বিহারের পটনা স্টেশনে। রবিবার সকাল ১০টায় পটনা জংশনে এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যান সকলে।

প্রায় ৩ মিনিট ধরে স্টেশনের ডিসপ্লে স্ক্রিনে চলেছিল নীল ছবি। এই দৃশ্য চোখে পড়তেই অনেক যাত্রী নিজেদের মোবাইলে রেকর্ড করেন সেটি। কেউ কেউ এর প্রতিবাদও করেন।


প্রায় ৩ মিনিটপর সেখানে গিয়ে ডিসপ্লে স্ক্রিন বন্ধ করেন রেলরক্ষী বাহিনীর (আরপিএফ) কর্মীরা। স্টেশনের প্ল্যাটফর্মে ডিসপ্লে স্ক্রিনে কী ভাবে নীল ছবি চলল, এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

এই ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে ২টি এফআইআর দায়ের করা হয়েছে। রেলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ওই বিজ্ঞাপনী সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।


তবে এই ধরনের গোলমাল এই প্রথম ঘটেনি। এর আগেও এমনটা হয়েছে বিশ্বের নানা প্রান্তে। যার জেরে বিড়ম্বনায় পড়তে হয়েছে প্রশাসনকে। ডিসপ্লে বোর্ডে অপ্রীতিকর বার্তা ভেসে উঠেছিল মুম্বইতেও।

গত বছরের ডিসেম্বরে মুম্বইয়ে ওরলিগামী রাস্তায় একটি এলইডি ডিসপ্লে বোর্ডে ভেসে ওঠে ‘রোজ গাঁজা সেবন করুন’। সেই সময় পথে অনেক বাইক এবং গাড়িচালকের নজরে পড়েছিল ওই বার্তা।


ডিসপ্লে বোর্ডটি যে সংস্থা বসিয়েছিল, তারা পরে দাবি করেছিল যে, যান্ত্রিক গোলযোগের কারণেই ওই বার্তা দেখা গিয়েছিল।


একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল নভি মুম্বই এলাকায়। পাম বিচ রোডে নভি মুম্বই পুরসভার ডিসপ্লে বোর্ডে হিন্দিতে অশালীন কথা দেখা গিয়েছিল।

শুধু এ দেশেই নয়। বিদেশেও এই ধরনের ঘটনার নজির রয়েছে। পটনা স্টেশনের মতোই ডিসপ্লে বোর্ডে নীল ছবি দেখা গিয়েছিল ব্রাজিলের সান্টোস ডুমন্ট বিমানবন্দরে।

২০২২ সালের মে মাসের ঘটনা। ওই বিমানবন্দরের ডিসপ্লে বোর্ডে নীল ছবির গ্রাফিক দেখা গিয়েছিল। যা দেখে কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যান যাত্রীরা।


বিমানবন্দরের প্রকাশ্যে নীল ছবি দেখে অনেক যাত্রীই সেই সময় তা ক্যামেরাবন্দি করেন। কেউ কেউ সেই ডিসপ্লে বোর্ড দেখা থেকে শিশুদের আড়াল করেন। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানান যে, দোষ সংশ্লিষ্ট সংস্থারই।

জুম কলে বৈঠকের সময়ও নীল ছবি ভেসে ওঠার ঘটনা প্রকাশ্যে এসেছিল। গত বছর মে মাসে জুম বৈঠক করেছিলেন আমেরিকার ফেডেরাল রিজার্ভ গভর্নর ক্রিস্টোফার।

ওই বৈঠক চলাকালীন এক সদস্যের ডিসপ্লেতে নীল ছবি ভেসে উঠেছিল। যা ঘিরে হইচই পড়ে যায়। পরে দাবি করা হয় যে, বৈঠকে যোগ দেওয়া এক সদস্য ডিসপ্লে ‘হ্যাক’ করেছিলেন।

চলতি বছরের জানুয়ারি মাসে লাস ভেগাসগামী বিমানে উঠে নীল ছবির ভিডিয়ো চালিয়েছেন বলে অভিযোগ ওঠে এক পর্ন তারকার বিরুদ্ধে। পরে এ জন্য ক্ষমা চান তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.