আবির্ভাবেই চোখ ধাঁধানো যার কাজ, নামটাও তার দেবদূত! দেবদূত পাড়িকালকে নিয়ে মাতামাতি অনেক আগে থেকেই। আইপিএলের মত বিশ্বমানের আসরে সুযোগ পেলেন এবারই প্রথম। আর সুযোগ পেয়েই বাজিমাত। কেরালার ২০ বছর বয়সী তরুণ ওপেনার আইপিএল শুরু করেছেন অর্ধ-শতক দিয়ে।
অভিষেকে অর্ধ-শতক হাঁকানো অবশ্য দেবদূতের ‘অভ্যাস’। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি অভিষেকের পর আইপিএল অভিষেকেও তিনি যথারীতি অর্ধ-শতক হাঁকালেন।
বিরল এক রেকর্ড বটে! অ্যারন ফিঞ্চের সাথে ব্যাটিং উদ্বোধনে নামতে দেখে মনে হচ্ছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে কত ম্যাচ যেন খেলেছেন তিনি। ব্যাটিং ছিল এতটাই সাবলীল!
ভুবনেশ্বর কুমারদের সামলে যেভাবে ব্যাটিং করছিলেন, তিনি আরও বেশি সময় ক্রিজে থাকলে ব্যাঙ্গালোরের সংগ্রহ হতে পারত আরও বড়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নামা বিরাট কোহলির দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে।
তাতে দেবদূতের অবদান ৫৬। ৪২ বলের মোকাবেলায় হাঁকিয়েছেন ৮টি চার। এই পরিসংখ্যান অবশ্য পাঠকদের সেই অনুভূতি জানান দিবে না, ঠাণ্ডা মাথার ব্যাটিং প্রদর্শন করে দর্শকদের যে অনুভূতি জাগিয়েছেন দেবদূত।
উদ্বোধনী জুটিতে দেবদূত ও ফিঞ্চ (২৭ বলে ২৯) দলকে এনে দেন ৯০ রান। দুইজনই সাজঘরে ফেরেন পরপর দুই বলে। এতে শ্লথ হয়ে যায় রানের গতিও। অধিনায়ক কোহলি ১৩ বলে করেন ১৪ রান।
চওড়া ছিল এবি ডি ভিলিয়ার্সের ব্যাট। ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার মত পুঁজি এনে দিয়েছেন ৪টি চার ও ২টি ছক্কা হাঁকানো বিধ্বংসী ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর
টস : সানরাইজার্স হায়দরাবাদ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ১৬৩/৪ (২০ ওভার)
দেবদূত ৫৬, ডি ভিলিয়ার্স ৫১, ফিঞ্চ ২৯, কোহলি ১৪
শঙ্কর ১৪/১, অভিষেক ১৬/১
জয়ের জন্য সানরাইজার্স হায়দরাবাদের প্রয়োজন ১৬৪ রান।