ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ম্যাচে চেন্নাইয়ে ব্যস্ত বিরাট কোহলি। অন্যদিকে তার সহধর্মিণী আনুশকা শর্মা মুম্বাইয়ে সন্তানের দেখভাল করতে ব্যস্ত। দুজনের মাঝে ভৌগোলিক দিক থেকে দূরত্ব অনেক হলেও মনের দিক থেকে একদম নেই। ভালোবাসা দিবসে সেটাই যেন আরেকবার তুলে ধরলেন আনুশকা।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কোহলির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন আনুশকা। ছবিটি সমুদ্রের তীরে সূর্যাস্তের সময় তলা।
ছবিটির ক্যাপশনে বলিউড হার্টথ্রব লিখেছেন, প্রেম দিবস বলে আমাদের কাছে আলাদা করে কিছু না থাকলেও এমন দিনে এরকম সূর্যাস্তের ছবি দেয়াই যায়। আমার প্রতিদিনের, সারাজীবনের ভ্যালেন্টাইন।
ডিসেম্বরেই আনুশকা-কোহলির কোল আলো করে সন্তান ভামিকার জন্ম হয়েছে। এই কারণে অস্ট্রেলিয়ায় একটা টেস্ট খেলেই দেশে ফিরে আসেন ভারত অধিনায়ক।
তার জায়গায় বাকি ম্যাচগুলোতে দলকে নেতৃত্ব দেন আজিংকা রাহানে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে যথারীতি নেতৃত্ব দিচ্ছেন তিনি।