ভাইরাল রিসেপশন এর ভিডিও । কলেজ জীবন থেকে পরিচয় তাদের । অবশেষে ১০ বছর প্রেম করার পর পরিণতি পেল তাদের ভালোবাসা । দীর্ঘ ১০ বছর ধরে সম্পর্কে যুক্ত থাকার পর অবশেষে এই দুই তারকা বিবাহ ব-ন্ধ-নে আ-বদ্ধ হলেন । আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে আমি কাদের কথা বলতে চলেছি। আমি এই মুহূর্তে বাংলা ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় দুই তারকা কথা বলতে চলেছি । প্রথমটা হল কৃষ্ণকলির নিখিল বা নীল এবং দ্বিতীয় হল খড়কুটোর গুঞ্জন বা তৃণা সাহা ।
দুজনেই অভিনয় জগতের সাথে যুক্ত হলেও তাদের পরিচয় বহু বছর ধরে অর্থাৎ অভিনয় জগতে আসার আগে থেকেই তাদের পরিচয়। ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন নীল। আর তারপর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি । জনপ্রিয়তার নিরিখে একদম শীর্ষ স্থানে অবস্থান করছিলেন বাংলার এই অভিনেতা । তার পাশাপাশি তার প্রেমিকা অর্থাৎ তৃণা সাহা ধারাবাহিক জগতের সাথে যুক্ত হয় । খোকাবাবু নামক ধারাবাহিক এর মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন । এবং ধীরে ধীরে একের পর এক বাংলা ধারাবাহিকের নিজের নাম প্রতিষ্ঠা করে গ-ভীর-ভা-বে।
কলেজ জীবনে তাদের পরিচয় হয় । তারপরে সম্পর্ক আরও ঘ-নী-ভূ-ত হয় এবং দীর্ঘ ১০ বছর ধরে সম্পর্ক থাকার পর বিবাহ ব-ন্ধনে আ-বদ্ধ হল গত চৌঠা ফেব্রুয়ারি । বিয়ের আ-মেজে মে-তেছিল গোটা টলিউড পাড়া । তার পাশাপাশি তাদের বিয়ের আসরের সাজ সজ্জা দেখলে আপনি অ-বাক হবেন । সেই সজ্জা কোন অংশে বলিউডের থেকে কম নয় । এমনকি বরের বিয়ের স্থানে প্রবেশ করার স্টাইলও অনেকাংশে বলিউডের সাথে মিলে যায় যা একান্ত ভাবে চেয়েছিলেন নীল। তবে গত ১৪ ই ফেব্রুয়ারি ছিল তাদের গ্র্যান্ড রিসেপশন পার্টি ।
ভ্যালেন্টাইন্স উইক এর দিন বা ভ্যালেন্টাইন্স ডের দিন এই ধরনের পার্টি জাঁকজমকপূর্ণ হবে তা আগে থেকেই আশা করা ছিল । আর ঠিক সেরকমই কিছু একটা হল । নীল ও তৃণার রিসেপশন পার্টি একদম জাঁ-ক-জমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছিল । শহরের একটি দামি রেস্তোরাঁতে । প্রবেশপথে ছিল দুই দিকে ফুল দিয়ে সাজানো । তার পাশাপাশি তারকাদের হাট বসে ছিল তাদের গ্র্যান্ড রিসেপশন পার্টিতে । এমন কোনো তারকা নেই যারা আসে নি সেইদিন । অঙ্কুশ-ঐন্দ্রিলা এবং বিভিন্ন প্রযোজক ও অভিনেতা অভিনেত্রীদের দেখা গেছে তাদের ঐদিন । একসাথে জমি আনন্দ করেছেন তারা । তুলেছেন সেলফি ও এবং সেই সমস্ত ছবি-গু-লি একের পর এক ভাইরাল হচ্ছে দুনিয়াতে।