বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তার বান্ধবী রিয়া চক্রবর্তীর ওপর সন্দেহ গাঢ় হয় সকলের। এই মুহূর্তে একাধিক কেন্দ্রীয় সংস্থা সুশান্ত মামলার তদন্ত করছে। দীর্ঘদিন থেকেই রিয়া চক্রবর্তীর সঙ্গে পরিচালক মহেশ ভাটের সম্পর্ক নিয়ে সরব হয়েছিল নেটিজেনদের একাংশ।
সম্প্রতি নতুন করে দানা বাঁধলো বিতর্ক। মহেশ ভাটের সঙ্গে রিয়ার একটি ভিডিও ভাইরাল হলো নেট দুনিয়ায়। একটি সংবাদমাধ্যম থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে রিয়া এবং মহেশ ভাটের একটি ভিডিও যেখানে রিয়াকে মুভ অন করতে বলেছে মহেশ ভাট।
এই ভিডিও প্রকাশের পর থেকেই সুশান্ত মামলায় ফের রিয়ার ওপর চটেছেন নেটিজেন সহ দেশের মানুষ। দেখুন ভিডিও আপনিও।
रिया-महेश भट्ट का नया वीडियो
IndiaTV LIVE at: https://t.co/scQpJFzIgX pic.twitter.com/Z9hFIlpGTb
— India TV (@indiatvnews) September 19, 2020