আরাত্রিকা মাইতি (Aratrika Maity)পর্দায় যাকে মিতুল বলে চেনেন দর্শক। ইন্দ্র মিতুল দর্শকদের এখন পছন্দের জুটি। খেলনা বাড়ি(Khelna Bari) ধারাবাহিকের গল্প যদিও এখন বেশ কিছুটা এগিয়ে গেছে।
পুতুল বিক্রেতা থেকে এখন বড় ব্যবসায়ীর বউ মিতুল। তারপরেও নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন জীবনের। তবে বাস্তব জীবনেও একাধিক কঠিন লড়াই লড়তে হয়েছে মিতুলকে। আরাত্রিকা শুরুর থেকেই একজন লড়াকু মেয়ে।
জন্ম ঝাড়গ্রামে। একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। সেখানেই কেটেছে ছোটবেলা। তবে প্রথম যখন কাজের সুযোগ আসে তখন স্কুলের গণ্ডি পেরোইনি সে। রানী রাসমণিতে এক ছোট চরিত্রে অভিনয় করেছিল
আরাত্রিকা। যদিও তেমন কোনো সংলাপ ছিল না তার। পরবর্তীকালে করোনা পরিস্থিতিতে ভয়াবহ আকার ধারণ করে। সেই সময় সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছিল। নিজের অতীত বলতে গিয়ে কেঁদে ফেলেছেন নায়িকা।
সময় লকডাউনের মধ্যেই অডিশন চলছিল সিরিয়ালের। ঝাড়গ্রাম থেকে আসার জন্য ট্রেন ছিল না। পর্দার মিতুলের মাকে একটা আংটি কিনে দিয়েছিলেন বিয়ের সময়। অডিশন দিতে আসার জন্য
সেই আংটি বিক্রি করতে হয়েছিল তার মাকে। কিন্তু লকডাউনের মধ্যে যদি কাজ না পায় তাহলে খাবে কি! এসব কিছুর মধ্যেও পাশে দাঁড়িয়ে ছিল বাবা-মা। আশা দিয়েছিলেন স্বপ্নপূরণের জন্য।
বর্তমানে সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ আরাত্রিকা। তার ধারাবাহিক খেলনা বাড়ি টিআরপি তালিকাতেও ভালো ফলাফল করছে। তবে তার লক্ষ্য আরো বড় আরো প্রতিষ্ঠিত করা ইন্ডাস্ট্রিতে নিজেকে।