ভারতের ঘরোয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেললেও বিজয় হজারে ট্রফিতে মুম্বাইয়ের দলে জায়গা হলো না শচিনপুত্র অর্জুন টেন্ডুলকরের।







মুস্তাক আলি ট্রফিতে দুই ম্যাচে ২ উইকেট পেলেও তাকে দলে রাখল না মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে অর্জুন দল পান কিনা, তা নিয়ে জল্পনার মাঝেই মুম্বাই দল থেকেই বাদ পড়তে হল অর্জুনকে।
এদিকে কাঁধের চোটের জন্য খেলতে না পারলেও এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। বুধবার মুম্বই দল ঘোষণা হয়।







২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৫০ ওভারের ঘরোয়া এই ক্রিকেট টুর্নামেন্ট। ২২ জনের এই দলে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন পৃথ্বী শ।
এছাড়াও ব্যাটসম্যানদের মধ্যে আছেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়সোয়াল, সরফরাজ খান। উইকেট রক্ষক হিসেবে আছেন আদিত্য তারে। আর বোলারদের মধ্যে দলে আছেন ধবল কুলকার্নি, তুষার দেশপান্ডেরা।
মুম্বাইয়ের সঙ্গে এলিট গ্রুপ ডি-তে আছে দিল্লি, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, রাজস্থান ও পুদুচেরি। জয়পুরে সবগুলো ম্যাচ খেলবে টিম মুম্বাই।







টি-টোয়েন্টি টুর্নামেন্ট মুস্তাক আলিতে দল খারাপ খেলায় সম্প্রতি অমিত পাগনিশ দায়িত্ব ছেড়ে দেওয়ায় কোচ হিসেবে ভারতের প্রাক্তন অফ স্পিনার রমেশ পাওয়ারকে নিযুক্ত করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।






