শেষ হলো রি’য়া চ’ক্রবর্তীর বিচারবিভাগীয় হেফাজতে থাকার মেয়াদ। কিন্তু এখনই ছাড়া পাচ্ছেন না তিনি। আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাইকুল্লা জেল হেফাজতে থাকবেন রি’য়া। গত ৮ সেপ্টেম্বর মা’দ’ক থাকার অভিযোগে রি’য়া চ’ক্রবর্তী এবং তার ভাই শৌভিক চক্রবর্তী কে গ্রেফতার করে এনসিবি।
এনসিবির জিজ্ঞাসাবাদ চলাকালীন রি’য়া স্বীকার করেন যে তিনি মা’দ’ক কিনেছেন এবং মা’দ’কের জোগান রেখেছেন। কিন্তু সঙ্গে তিনি এও জানিয়েছেন যে নিজে কখনো মা’দ’ক নেননি।
তাপসী পান্নু একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে যে রি’য়া নিজে কখনো মা’দ’ক নেননি। যদিও ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সু’শান্তের সঙ্গে মা’দ’ক সে’বন করছেন রি’য়া চ’ক্রবর্তী।
মহিলাদের জেলে রয়েছেন রি’য়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রি’য়া জেলের যেই কক্ষে রয়েছেন সেখানে নেই একটি বিছানাও। এমনকি ওই কক্ষে সিলিং ফ্যানও নেই।
রি’য়ার পাশের কক্ষেই রয়েছেন মেয়ে শিনা বোহরা হ’ত্যা’কা’ণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। তবে একটি সিঙ্গল সেলে রয়েছেন ‘রি’য়া। নিরাপত্তার কথা মাথায় রেখে সেই কক্ষে শুধুমাত্র রি’য়ার একার থাকার ব্যবস্থা হয়েছে।
সু’শান্ত সিং রা’জপুতের মা’মলায় তিনি প্রধান অভিযুক্ত। কিন্তু মা”দক যোগের কারণে গ্রে’ফতার করা হয়েছে রি’য়াকে। কিন্তু জেল কর্তৃপক্ষের আশঙ্কা তাঁর সঙ্গে একই কক্ষে অন্য বন্দিদের রাখলে তাঁরা রি’য়ার উপর হা’মলা চালাতে পারে। আর তাই রি’য়ার কক্ষের উপরে কড়া নজরদারি রাখা হচ্ছে। তাঁর কক্ষের বাইরে দুজন কনস্টেবল সবসময়ে রয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, রি’য়াকে শোয়া ও বসার জন্য একটি মাদুর দেওয়া হয়েছে। তাঁকে তোষক, বালিশ বা চাদর কিছুই দেওয়া হয়নি।
প্রসঙ্গত, বম্বে হা’ইকোর্টে রি’য়া চ’ক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক ‘চক্রবর্তী জামিনের জন্য আবেদন করেন ৷ সেই আবেদনের শুনানি ২৩ সেপ্টেম্বর৷