প্রতিবছর লাখ লাখ ছাত্র-ছাত্রী চাকরির পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয় গুটিকয়েক। লেখা পরীক্ষাতে বেশী সংখ্যক পরীক্ষার্থী উর্ত্তীর্ণ হতে
পারে। কিন্তু ইন্টারভিউতে আটকে যায় বহুজন। আসলে ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা উত্তর দিতে ঘাবড়ে যায় পরীক্ষার্থীরা।
আসলে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষা দিলেও শূন্যপদ থাকে সীমিত। আর এই শূন্য পদে নিয়োগের জন্য বেছে নেওয়া হয় কয়েকজনকে। তাই ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়,
যা উপস্থিত বুদ্ধি দিয়ে উত্তর দিতে হয়। আর এক্ষেত্রেই আটকে যায় বেশ কিছু পরীক্ষার্থীরা। চলুন আজকের এই প্রতিবেদনে শেয়ার করা যাক ইন্টারভিউতে আসা এমন কিছু প্রশ্ন উত্তর।
কোন দেশের মোট সাতটি নাম রয়েছে?
ভারতের। আগে ভারতকে অনেক নামেই ডাকা হতো, কিন্তু বর্তমানে ভারত তিনটি নামেই পরিচিত – ভারত, ইন্ডিয়া ও হিন্দুস্তান।
কোন গাছে ওঠা যায় না?
কলাগাছে।
প্রাচীন মিশরে শাসকদলদের কি উপাধি প্রদান করা হতো?
ফ্যারাউন।
আপনি যদি কোন দলেরই সমর্থক না হন, তবে আপনি কোথায় ভোট দেবেন?
NOTA তে।
এমন কোন জায়গা যেখানে রাস্তাঘাট, জঙ্গল, সমুদ্র সবই আছে কিন্তু যানবাহন নিয়ে যাওয়া যায় না?
মানচিত্র।
এমন কোন জিনিস এটি সম্পূর্ণ আপনার কিন্তু অন্যরা তা ব্যবহার করেন?
নাম।
কোন জিনিস মেয়েদের স্নানের সময়ও ভেজে না?
ছায়া।
যদি হঠাৎ বৃষ্টি শুরু হয় তবে একটি হাতি কি করবে?
ভিজে যাবে বৃষ্টিতে।
মোবাইলে যত কিপ্যাড আছে সবগুলোকে গুন করলে গুনফল কি আসবে?
0
কি এমন জিনিস যা আমরা দেখতে পাই কিন্তু চোখ খুললেই ভুলে যাই?
স্বপ্ন।
কোন ঘরের দরজা-জানলা থাকে না?
মাশরুম।
মাম্বা নামক প্রাণীটি কোন প্রজাতির জীব?
সাপ।
এমন কোন জিনিস যা একবার ফেটে গেলে পরে আর তাকে সেলাই করে ঠিক করা যায় না?
বেলুন।
কেন শ্রীলংকার থেকেও ভারতে চাল বেশি পরিমাণে প্রয়োজন হয়?
ভারতের জনসংখ্যা বেশি তাই।
নারীর কোন রূপটি তার স্বামী ছাড়া অন্য মানুষ দেখার সুযোগ পায়?
বিধবা রূপ।