আইপিএল ২০২১-এর নিলামে অন্তর্ভূক্ত হল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের। ২১ বছরের বাঁ-হাতি ফাস্ট বোলারকে এবার কোনও দল কিনতে ইচ্ছাপ্রকাশ করে কিনা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।







সদ্য শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই দলের হয়ে খেলার সূুযোগ পেয়েও সেভাবে নিজেক মেলে ধরতে না পারা অর্জুনের বেস প্রাইজ কিন্তু মোটেই কম না।
আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএল ২০২১-এর নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। মোট ১০৯৭ জনের মধ্যে থেকে ক্রিকেটার কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তাতে অন্তর্ভূক্ত ৮১৪ জন ভারতীয়।







তাঁদেরই দলে এবার জায়গা করে নিয়েছেনে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। ২১ বছরের বাঁ-হাতি ফাস্ট বোলারের বেস প্রাইজ ২০ লক্ষ টাকা ধরা হয়েছে।
আগামী নিলামে জুনিয়র তেন্ডুলকরকে কোন দল কেনে, সেটাই দেখার। তবে যা খবর, তাতে অর্জুন তেন্ডুলকরকে নিতে চলেছে পাচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। গত কয়েক বছরে মুম্বই ইন্ডিয়ান্সের প্রশিক্ষণ অধিবেশনেও হাজির হয়েছেন অর্জুন।







সদ্য শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই দলের হয়ে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন অর্জুন তেন্ডুলকর।
হরিয়ানার বিরুদ্ধে অভিষেক ম্যাচে ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন সচিন-পুত্র। পুদুচেরির বিরুদ্ধেও তিনি একটি উইকেট নেন।
তবে ওই ম্যাচেও ৩৩ রান দিয়েছিলেন অর্জুন। দুটি ম্যাচেই হার হজম করতে হয়েছিল মুম্বইকে।







অন্যদিকে ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অপবাদে নির্বাসন কাটিয়ে দীর্ঘদিন পর বাইশ গজে ফেরা এস শ্রীসান্থকে আগামী নিলাম অন্তর্ভূক্ত করা হয়েছে।
২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য তথা কেরলের ফাস্ট বোলারের বেস প্রাইজ ৭৫ লক্ষ টাকা ধরা হয়েছে। সদ্য শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফির হাত ধরে বাইশ গজে যার প্রত্যাবর্তন ঘটেছে।






