নাচ গান আঁকা আবৃত্তি.. যে যাতে পারদর্শী সে সেই বিষয়ে ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকেই নিজের শিল্পী সত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন।






অনেকে কাজের ফাঁকেই নিজেদের গুণের চর্চা করে নেন আবার অনেকে প্লাটফর্মকে বেছে নেন নিজের প্রতিভাকে বিশ্ব দরবারে পৌঁছে দেবার জন্য। সম্প্রতি এবার এমনই দুই যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গেছেন হাজারো মানুষের কাছে।
সোশ্যাল মিডিয়া খুললেই বর্তমানে হাজারো নাচের ভিডিও দেখা যায় তবে তারমাঝে কিছু ভিডিও আছে যা দর্শকদের মনোগ্রাহী হয়ে ওঠে। সম্প্রতি এমনই মন ভালো করা ভিডিও উঠে এসেছে STS FOLK CREATION PAGE থেকে।ভাইরালের ভিডিওতে জনপ্রিয় বাংলা গান “কমলা সুন্দরী নাচে” গানের তালে নাচতে দেখা গেছে ২ যুবতীকে।






খোলা আকাশের নিচে আকাশকে সাক্ষী রেখেই অসাধারণ সুন্দরভাবে নেচেছেন তারা। এদিন তাদের পরনে ছিল হলুদ শাড়ি সঙ্গে মানানসই সাজ। গানটির সাথে দুর্দান্ত এক্সপ্রেশনে যেভাবে তারা নৃত্য পরিবেশনা করেছেন তা এক কথায় অনবদ্য। নাচ, সৌন্দর্য উপস্থাপনায় দর্শকদের মন জয় করে নিয়েছেন এই দুইজন।
ভিডিও থেকে জানা গেছে এই দুই নৃত্য শিল্পীর নাম রিমি ও শ্রাবণী। মাত্র কয়েকদিন আগে শেয়ার করে নেওয়া তাদের এই নাচ ইতিমধ্যে কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে গেছে। তাদের যে দর্শকদের বেশ পছন্দ হয়েছে তার প্রমাণ মিলেছে কমেন্ট বক্স থেকে। রইল এই নাচের ভিডিওটি, দেখে নিতে পারেন আপনিও।





