যেসব বলিউড নায়িকা স্বামীদের চেয়েও ধনী!

পুরুষ মানেই বেশি রোজগার করবে, আর নারী মানেই পিছিয়ে থাকবে, এই ধারণা অনেক আগেই অচ’ল হয়ে গেছে। বিভিন্ন সেক্টরে কাজ করা

নারীরা তাদের পুরুষ জীবনসঙ্গীর চেয়ে বেশি আয় করছেন। বলিউডও এর ব্য’তিক্রম নয়। বহু বলিউড অভিনেত্রীর পারিশ্রমিক এবং মোট সম্পত্তি তাদের স্বামীদের তুলনায় বেশি। জে’নে নেওয়া যাক সেই নায়িকাদের স’স্পর্কে :

ঐশ্বরিয়া রাই- অভিষেক বচ্চন: বলিউড অভিনেত্রীদের মধ্যে সবেচেয় বেশি পারিশ্রমিক যারা পান, ঐশ্বরিয়া তাদের অন্যতম। অজস্র ব্র্যান্ডের অ্যাম্বাসাডর ঐশ্বরিয়া। পেয়েছেন দেশ-বিদেশের একাধিক সম্মান। ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ কিন্তু স্বামী অভিষেক বচ্চনের চেয়ে বেশি।

বার্ষিক আয়ের ক্ষেত্রেও এগিয়ে অ্যাশই। অভিষেক বচ্চনের সিনেমায় সাফল্য হাতে গোনা। যদিও তিনি বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসাডর। প্রো-কবাডি লিগে জয়পুর পিঙ্ক প্যান্থারের মালিক তিনি। সব মিলিয়েও ব্য’ক্তিগত সম্পত্তির ভিত্তিতে ঐশ্বরিয়া (২৫৩ কোটি) অনেকটাই এগিয়ে অভিষেকের (২০৬ কোটি) চেয়ে।

কারিনা কাপুর-সাইফ আলী খান: কারিনা কাপুরের স’ঙ্গে তার স্বামী নবাব সাইফ আলী খানের পারিশ্রমিকের অনেক ফারাক রয়েছে। বার্ষিক আয়েও খানিকটা এগিয়ে কারিনা। বক্স অফিসে বহু দিন সাফল্যের মুখ দেখেননি সাইফ। কারিনার সম্পত্তির পরিমাণ প্রায় ৪৩২ কোটি, সাইফের ক্ষেত্রে তা ২৮২ কোটি।

মালাইকা অরোরা ও আরবাজ খান : এই দুই তারকার দাম্পত্য জীবনে বি’চ্ছেদ ঘ’টেছে ঠিকই। তবে দুই দশকেরও কাছাকাছি সময় তারা এক স’ঙ্গে ঘর ক’রেছেন। সেই সময় থেকেই ‘ছাইয়া ছাইয়া’ গার্লের পারিশ্রমিক কিন্তু আরবাজে’র তুলনায় অনেকটাই বেশি। মালাইকার সম্পত্তির পরিমাণ ৭১ কোটি রুপি। আরবাজে’রও কাছাকাছি। তবে সাফল্যের দিকে থেকে মালাইকাকেই হাজার গুণ এগিয়ে রেখেছেন সমালোচকরা।

বিপাশা বসু- করণ সিং গ্রোভার: বলিউডের বাঙালি গার্ল বিপাশা সাত পাকে বাঁ’ধা পড়েছেন করণ সিং গ্রোভারের স’ঙ্গে । ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ করণ, কিন্তু বিপাশার জনপ্রিয়তার ধারেকাছেও নেই তিনি। বিপাশার সম্পত্তির পরিমাণ ১০০ কোটি রুপির উপরে, আর করণের সম্পত্তির পরিমাণ ১৩ কোটি রুপির কাছাকাছি। এ নিয়ে দুই জনের মনোমালিন্যের গুঞ্জনও রয়েছে বলিউডে।

হেমা মালিনী ও ধ’র্মেন্দ্র : তাদের যুগে দুই জনেই অসম্ভব জনপ্রিয় ছিলেন। ‘ড্রিম গার্ল’ হেমা’র জনপ্রিয়তা ধ’র্মেন্দ্রের চেয়ে অনেক বেশি ছিল। ক্যারিয়ারের শেষের দিকে হেমা’র পারিশ্রমিকও ছিল বেশি। বর্তমানে আয়ের ভিত্তিতে সম্পত্তির পরিমাণ ধ’রলে হেমাই এগিয়ে থাকবেন। বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসাডরও তিনি।

দীপিকা পাডুকোন- রণবীর সিং : বলিউডের বর্তমানের হট কাপল রণবীর আর দীপিকা স’ম্প্রতি বিয়ে ক’রেছেন। সেই স’ঙ্গে দুজনেই বক্স অফিসে একে অপরকে টেক্কা দিয়ে যাচ্ছেন। কিন্তু বার্ষিক আয় বা পারিশ্রমিক বা মোট সম্পত্তির ভিত্তিতে কে এগিয়ে নাকি দীপিকাই! রণবীরের চেয়ে দীপিকার মোট সম্পত্তির পরিমাণ নাকি ৭ কোটি রুপি বেশি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.