যে শর্তে আইপিএলের ৮টি দল ২৮ ম্যাচ পরে নিজেদের মধ্যে ক্রিকেটার অদল বদল করতে পারবে

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই আরব আমিরাতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। এরই মধ্যে শেষ হয়ে গেছে ২২টি ম্যাচ।

প্রতিটি দলের মধ্যেই লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। পয়েন্ট টেবিলেও উঠা নামা চলছে নিয়মিত। এরই মধ্যে আইপিএলের মধ্য মৌসুমের দলবদল শুরু হতে চলেছে।

মধ্য মৌসুমের দলবদলের নিয়ম অনুযায়ী এইপিএলের ৮টি দল নিজেদের মধ্যে ক্রিকেটার অদল বদল করতে পারবে। এই প্রক্রিয়ার অংশ হতে পারবেন জাতীয় দলের হয়ে খেলা বা না খেলা যেকোনো ক্রিকেটার।

যদিও আইপিএলের নিলাম থেকে অবশিষ্ট অর্থ এই মধ্য মৌসুমের দল বদলের জন্য ব্যবহার করতে পারবে না দলগুলো। তবে ক্রিকেটার অদল বদলে বেশ কিছু নিয়ম নীতি আরোপ করেছে আইপিএল কতৃপক্ষ।

এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কেবল ২০২০ আইপিএলে দুই বা তার কম ম্যাচে খেলা ক্রিকেটাররা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই মধ্য মৌসুমের দলবদল।

লিগ পর্যায়ে ১৪টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। সবকটি দলের সাতটি করে ম্যাচ খেলা হয়ে গেলে, ক্রিকেটার অদল-বদলের প্রক্রিয়া শুরু হবে এমনটা আগেই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এবারের আইপিএলে অংশ নেয়া সবকটি দল এই ক্রিকেটার অদল বদলে অংশ নেবে। প্রতিটি দলই নিজেদের আরও শক্তিশালী করে তুলতে এই প্রক্রিয়ায় অংশ নেবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.