রিয়া চক্রবর্তীর সমর্থনে মুখ মুখ খুললেন অভিনেতা তথা প্রযোজক নিখিল দ্বিবেদী। দাবাং ৩, বীর দি ওয়েডিং এর মত ছবির প্রযোজনা করেছেন নিখিল। সংবাদমাধ্যম রিয়ার সঙ্গে যে আচরণ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
একটি টুইট করে নিখিল জানিয়েছেন তিনি রিয়া চক্রবর্তীকে ব্যক্তিগতভাবে চেনেন না। কিন্তু যা হচ্ছে তা ঠিক নয় এবং বে-আইনি। আর তাই রিয়াকে সমর্থন করছেন তিনি। এমনকি রিয়া চক্রবর্তীর সঙ্গে ভবিষ্যতে তিনি কাজ করতে চান বলেও জানিয়েছেন।
নিখিল টুইট করছেন, “রিয়া আমি তোমাকে চিনতাম না। আমি জানি না তুমি মানুষ হিসেবে কেমন। যেভাবে তোমায় দেখানো হচ্ছে হয়তো তুমি ততোটাই খারাপ। আবার এটা নাও হতে পারে। আমি শুধু জানি যেটা হচ্ছে সেটা ঠিক নয় ও বে-আইনি এবং সভ্য দেশে এমন আচরণ দেখা যায় না। সবকিছু ঠিক হয়ে গেলে আমরা তোমার সঙ্গে কাজ করতে চাই।”
এই টুইট করার পর নিখিলকে বহু মানুষ প্রতিক্রিয়া জানান। ‘জাস্টিস ফর সুশান্ত’ গোষ্ঠীর কয়েকজন নিখিলকে তীব্র নিন্দা করেন। নিখিলকে সলমপন খানের চামচা, মাদক বিক্রেতা, মাদকাসক্ত এবং মুভি মাফিয়া হিসেবে কটাক্ষ করেন তাঁরা। আবার অনেকে নিখিলকে সমর্থন করেছেন তাঁর পোস্ট এর জন্য। একজন নেটিজেন লিখেছেন নিখিলের এই পোস্ট রিয়ার পরিবারকে অনেকটা শান্তি দেবে।
আরেকজন লিখেছেন, “রিয়া যদি শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয় তাহলে সমাজ হিসেবে আমরা যা কেড়ে নিয়েছি তা ফিরিয়ে দিতে হবে।” আবার আরেকজন নেটিজেন নিখিলের বিপক্ষে লিখেছেন, “রিয়াকে হিরো বানাবেন না। মাদক যোগ এর জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে। আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট হতে দেবেন না।”